ঘাটালে নৌকা চড়ে পরিদর্শনে প্রতিনিধি দল। নিজস্ব চিত্র
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের পর দিনই ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখল রাজ্যের পাঠানো চার সদস্যের একটি প্রতিনিধি দল। বুধবার ওই কমিটির সদস্যরা হেলিকপ্টারে চড়ে পৌঁছন ঘাটালে। তাঁরা নৌকায় চড়ে ওই এলাকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন।
বুধবার ঘাটালের অনুকূল আশ্রমের মাঠে নামে প্রতিনিধি দলটির কপ্টার। ওই প্রতিনিধি দলে ছিলেন সেচ এবং নিকাশি বিভাগের প্রধান সচিব প্রভাতকুমার মিশ্র। বুধবার ঘাটালের সেচ দফতরের বাংলোর সামনে থেকে নৌকায় চড়ে তিনি যান ঘাটাল এবং হুগলির সীমানা বন্দর এলাকায়। ঝুমি, দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর সংযোগস্থলও পরিদর্শন করেন। প্রায় ২০ কিলোমিটার নৌকায় চড়ে ঘোরেন তাঁরা।
পরে ঘাটালে টাউন হলে একটি বৈঠক করেন সেচ এবং নিকাশি বিভাগের প্রধান সচিব। সেখানে ছিলেন সেচ, পূর্ত, জনস্বাস্থ্য ও কারিগরি, কৃষি-সহ বিভিন্ন দপ্তরের জেলাস্তরের আধিকারিকরা। বিভিন্ন দপ্তরের কাছ থেকে রিপোর্ট নেন প্রভাত কুমার। ঘাটালের পরিস্থিতি নিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবেন বলে জানা গিয়েছে।