Narayan Debnath

Narayan Debnath: অসুস্থ নারায়ণ দেবনাথ, হাসপাতালে শিল্পীর হাতে পদ্মশ্রী পদক তুলে দিলেন রাজ্যের মন্ত্রী

গত ২৪ ডিসেম্বর হাওড়ার শিবপুরের বাড়ি থেকে কলকাতার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় ৯৮ বছর বয়স্ক ওই শিল্পীকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ১৯:৫২
Share:

নারায়ণ দেবনাথের হাতে তুলে দেওয়া হল পদক ও মানপত্র। নিজস্ব চিত্র।

অসুস্থ কার্টুন শিল্পী নারায়ণ দেবনাথ। ভর্তি রয়েছেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার সেখানে গিয়ে শিল্পীর হাতে পদ্মশ্রী সম্মানের পদক তুলে দিলেন রাজ্যের মন্ত্রী।

গত ২৪ ডিসেম্বর হাওড়ার শিবপুরের বাড়ি থেকে কলকাতার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় ৯৮ বছর বয়স্ক ওই শিল্পীকে। বৃহস্পতিবার সেখানে যান রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় এবং স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা। তাঁরা শিল্পীর স্বাস্থ্য সম্পর্কে চিকিৎসকদের কাছে খোঁজখবর নেন। তাঁর হাতে পদ্মশ্রী স্মারক এবং মানপত্র তুলে দেন। বর্তমানে হাসপাতালের আইসিইউ-তে রয়েছেন ওই কার্টুন শিল্পী। সেই সময় সঙ্গে ছিলেন শিল্পীর পরিবারের সদস্যরাও।

Advertisement

রাজ্যের মন্ত্রী বলেন, ‘‘কথা না বললেও চোখ খুলে তাকিয়েছেন নারায়ণ দেবনাথ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর জন্য ফল, মিষ্টি এবং শাল পাঠিয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement