Mysterious death

Mysterious Death: জিমের মধ্যে শ্রীরামপুরের যুবকের মৃত্যু ঘিরে দানা বাঁধল রহস্য

অরূপ রিষড়ার একটি কাচের কারখানায় কাজ করতেন। তবে সময় পেলেই জিমে শরীরচর্চা করতে যেতেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২১ ১৫:৫৮
Share:

অরূপ সিংহ। নিজস্ব চিত্র।

জিম করতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম অরূপ সিংহ (২৬)। তাঁর বাড়ি শ্রীরামপুরের মাহেশে।

Advertisement

অরূপ রিষড়ার একটি কাচের কারখানায় কাজ করতেন। তবে সময় পেলেই জিমে শরীরচর্চা করতে যেতেন। শুক্রবার রাতে মাহেশের গাঙ্গুলিবাগান এলাকার একটি জিমে শরীরচর্চা করছিলেন তিনি। শরীরচর্চা করার সময় জিমের দোতলায় তিনি একাই ছিলেন বলে জানিয়েছেন ওই জিমের মালিক বিদ্যুৎ দেবনাথ। তিনি জানিয়েছেন, দীর্ঘক্ষণ কোনও সাড়াশব্দ না পেয়ে তাঁরা উপরে গিয়ে দেখেন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন অরূপ। তখন জিমের লোকজনই অরূপকে হাসপাতালে নিয়ে যান। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ব্যায়ামের সময় অরূপের বুকের উপর ডাম্বেল পড়ে গিয়েছিল বলে দাবি জিমের মালিকের।

যদিও মৃতের পরিবারের দাবি, এটা নিছক দুর্ঘটনা নয়। অরূপের সাদা গেঞ্জিতে জুতোর ছাপ দেখা গিয়েছে বলে জানিয়েছেন মৃতের দাদা। পরিবারের অভিযোগ, অরূপকে মারধর করা হয়েছে। শ্রীরামপুর থানায় জিম কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃত যুবকের পরিবার। পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। তদন্ত করে দেখা হবে জিমের গাফিলতি। এই ঘটনার পর থেকে বন্ধ রয়েছে ওই জিম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement