Accident

Nabanna Accident: অক্সিজেন দিয়েও বাঁচানো গেল না, নবান্নের কাছে লরি চাপা পথচারীর মৃত্যু

উল্টানো লরির পাশে অ্যাম্বুলেন্স এনে, সেখান থেকে অক্সিজেনের নল ঢুকিয়ে তাঁকে অক্সিজেন দেওয়া হয়। হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২১ ১৭:৩২
Share:

লরির চলায় চাপা পড়া ব্যক্তিকে অক্সিজেন দেওয়া হয়। কিন্তু শেষরক্ষা হল না। নিজস্ব চিত্র।

নবান্নের কাছে কলকাতামুখী লেনে দুর্ঘটনা। বিকেলে উল্টে যায় একটি ছাইয়ের কন্টেনার বোঝাই লরি। তার তলায় চাপা পড়ে যান এক ব্যক্তি। সেই ব্যক্তিকে অক্সিজেন দেওয়া হয়। দেড় ঘণ্টা পর উদ্ধারকারী দল ওই ব্যক্তিকে উদ্ধার করে। দ্রুত নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, বিকেল ৫টা নাগাদ নবান্নের কাছে কোলাঘাট থেকে কলকাতামুখী ছাইয়ের কন্টেনার বোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তার তলায় চাপা পড়ে যান এক ব্যক্তি। উল্টানো লরির পাশেই অ্যাম্বুলেন্স এনে, সেখান থেকে অক্সিজেনের নল ঢোকানো হয় চাপা পড়া ব্যক্তির নাকে। এ ভাবেই তাঁকে অক্সিজেন দেওয়া হয়। দেড় ঘণ্টা পর উদ্ধারকারী দল তাঁকে উদ্ধার করে। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement