মিছিলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র
কৃষি আইন বাতিলের দাবিতে তৃণমূলের মিছিলে নেতৃত্ব দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চুঁচু্ড়ার খাদিনামোড় থেকে চকবাজার পর্যন্ত সেই পদযাত্রায় অংশ নেন অসংখ্য মানুষ। কল্যাণ ছাড়াও পদযাত্রায় ছিলেন স্থানীয় বিধায়ক অসিত মজুমদার।
মঙ্গলবারের মিছিল থেকে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন কল্যাণ। তিনি বলেন, ‘‘যাঁরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলছেন, তাঁরাই দেশদ্রোহী হয়ে যাচ্ছেন। খেটে খাওয়া মানুষের পাশে বিশ্বের মানুষ থাকেন। তাই সারা বিশ্বের মানুষ কৃষক আন্দোলনকে সমর্থন করবেন, শুধু পাষাণ হৃদয় নরেন্দ্র মোদী ছাড়া।’’
কৃষক বিক্ষোভের সঙ্গে নীল বিদ্রোহ ও একাধিক ঐতিহাসিক প্রসঙ্গ টেনে আনেন কল্যাণ। তাঁর হুঙ্কার, ‘‘নীল বিদ্রোহ যেমন হয়েছিল। এই আন্দোলনও তেমনই দীর্ঘদিন হবে আর নরেন্দ্র মোদীকে লাল কার্ড দেখাবে।’’
‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়ে এখনও তেতে রয়েছে রাজ্য রাজনীতি। এই নিয়ে তৃণমূল বা বিজেপি, উভয়েই নিজের মতো করে যুক্তি সাজাচ্ছে। সেই নিয়ে কল্যাণ বলেন, ‘‘রামে আমার কোনও আপত্তি নেই। রাম আমার ঘরে থাকেন। আমি তাঁর পুজো করি। রামচন্দ্র আমার হৃদয়ে আছেন। আমার আপত্তি এখানেই যে, রামকে নিয়ে এরা রাজনীতি করে খাচ্ছে।’’