Dengue

Dengue: হাওড়া পুর এলাকায় বাড়ছে ডেঙ্গি আতঙ্ক, বাড়ি বাড়ি অভিযান, মিলল মশার লার্ভা

এই যোগিন মুখার্জি লেনের বাসিন্দা সৌমাল্য বাগ অভিযোগ করেছেন, পুরসভা নিজেদের পিঠ বাঁচানোর জন্য বলছে যে ডেঙ্গির মশার লার্ভা পাওয়া গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২১ ১৯:৩৪
Share:

নিজস্ব চিত্র

ডেঙ্গির আঁতুড়ঘর হয়ে উঠেছে হাওড়া পুরসভার ২৪ নং ওয়ার্ড। রবিবার এই ওয়ার্ডে এক শিশুর মৃত্যু হয়। তার পর থেকেই নড়েচড়ে বসেছে প্রশাসন। মৃত্যুর ঘটনার পর সোমবার এই ওয়ার্ডে অভিযান চালান পুরসভার স্বাস্থ্যকর্মীরা। সেই অভিযানে মৃত শিশুর বাড়ির আশেপাশে বেশ কয়েকটি বাড়িতে থাকা জমা জলে ‘এডিস’ মশার সন্ধান পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। স্বাভাবিক ভাবে এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Advertisement

এই যোগিন মুখার্জি লেনের বাসিন্দা সৌমাল্য বাগ অভিযোগ করেছেন, ‘‘পুরসভা নিজেদের পিঠ বাঁচানোর জন্য বলছে যে, ডেঙ্গির মশার লার্ভা পাওয়া গিয়েছে। এত দিন কেন নর্দমা পরিষ্কার করা হয়নি? কেন পুর পরিষেবা পাচ্ছেন না মানুষ?’’ হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেছেন, ‘‘সব সময় পুরসভা মানুষের পাশে আছে। যথাসাধ্য পরিষেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সোমবার ডেঙ্গি প্রতিরোধে বিশেষ বৈঠকও করা হয়েছে। আগামী দিনে সচেতনতা বাড়াতে বিশেষ জোর দেওয়া হবে। জমা জল যাতে না থাকে, সে বিষয়ে বিশেষ জোর দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত ২২ জন আক্রান্ত ২৪ নং ওয়ার্ডে। অন্যান্য ওয়ার্ড গুলোতে বেশ কিছু ডেঙ্গি আক্রান্তের খবর আসছে। আগামীদিনে ডেঙ্গি প্রতিরোধে গুরুত্ব দেবে পুরসভা ও জেলা স্বাস্থ্য দফতর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement