Mamata Banerjee

Mamata Banerjee: কংগ্রেস আপস করে, আমরা নই, কালীপুজোর উদ্বোধনে এসে তীব্র আক্রমণে মমতা

কালীপুজোর উদ্বোধনের মঞ্চ থেকে বিজেপি-কেও আক্রমণ করেন মমতা। গোয়া সফরকালে তাঁকে কালো পতাকা দেখানোর প্রসঙ্গ তোলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২১ ১৭:৫৬
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ

মধ্য কলকাতার জানবাজারে কালীপুজোর উদ্বোধনে এসে কংগ্রেসকে সোমবার আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউপিএ সরকার ছেড়ে আসার প্রসঙ্গ থেকে বর্তমান রাজনীতিতে কংগ্রেসের ভূমিকা, সব নিয়েই এ দিন আক্রমণ শানান তিনি। মমতা বলেন, ‘‘কংগ্রেস আপস করে, আমরা করি না। আমাদের মৃত্যু হবে, তবু আমরা বিজেপি-কে শক্তিশালী হতে দেব না।’’ পাশাপাশি স্পষ্ট করে দেন, কোথাও বিরোধিতা, কোথাও সমঝোতার রাস্তায় হাঁটলে কংগ্রেসের হাত ধরবে না তৃণমূল।

Advertisement

গোয়ায় কংগ্রেস থেকে বিধায়ক, নেতা-মন্ত্রীরা তৃণমূলে যোগ দিচ্ছেন। উল্টো দিকে জাতীয় রাজনীতির প্রেক্ষিতে বিজেপি-বিরোধী জোটে কংগ্রেস-তৃণমূল কাছাকাছি আসার কথাও হচ্ছে কোথাও কোথাও। সেই জোটের সম্ভাবনা সোমবার কার্যত উড়িয়ে দিয়েছেন মমতা। তিনি বলেন, ‘‘কংগ্রেস শেষ পর্যন্ত আমাদের সঙ্গে লড়াই করে প্রতিটি আসনে। তার পরেও কী করে আশা করে যে আমরা অন্য জায়গায় কংগ্রেসকে সমর্থন করব? নীতি সব সময় একই হয়। আমরাও তো কেন্দ্রে কংগ্রেসকে সমর্থন করতাম, ছেড়ে দিয়ে এসেছিলাম। কেন? কারণ ওরা আমাদের সঙ্গে প্রতারণা করেছিল। মানুষের সঙ্গেও প্রতারণা করেছিল। রোজ গ্যাসের দাম বাড়তেই থাকত কংগ্রেস আমলে। কাউকে তো কখনও কখনও সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ করতে হবে। আমরা সিদ্ধান্ত নিতে পারি, ওরা নিতে পারে না।’’

কালীপুজোর উদ্বোধনের মঞ্চ থেকে বিজেপি-কেও আক্রমণ করেন মমতা। সম্প্রতি গোয়া সফরকালে তাঁকে কালো পতাকা দেখানো হয়। সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন, ‘‘আমরা যেখানেই যাই, ওরা বিক্ষোভ দেখায়। দিল্লিতে গেলে আমার বাড়ির সামনে চার-পাঁচটা লোককে পাঠিয়ে দেয়। পাশাপাশি এটাও দেখেছি যে, এক জন কংগ্রেস নেতা ১০০ গাড়ির কনভয় নিয়ে গেল, কই ওদের তো কালো পতাকা দেখানো হল না। শুধু আমার পোস্টারে কালি মাখানো হল। আমি বলছি, তোমরা আমাকে কালো করে দিতে পারো, তোমার হাতে রং-তুলি আছে তাই। আগামী দিনে সাধারণ মানুষের হাতেও ভোট আছে, তোমাকে ব্ল্যাকলিস্ট করে বিদায় দেবে।’’

Advertisement

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি-র বিরুদ্ধে কংগ্রেসের লড়াই নিয়েও সোমবার কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে কংগ্রেস কোনও লড়াই করেছে? শুধু নির্বাচন এলে বড় বড় কথা। আমরা সর্বত্র দৌড়চ্ছি কারণ, কংগ্রেসের উপর নির্ভর করা যাবে না। কংগ্রেস আপস করে, আমরা করি না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement