—প্রতীকী ছবি। Sourced by the ABP
নির্দল প্রার্থী হিসাবে দাঁড়ানো গোঁজ প্রার্থীদের বিরুদ্ধে ফের কড়া অবস্থান নিলেন হাওড়া জেলা তৃণমূল নেতৃত্ব। দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করা হল আরও ২১ জনকে। তাঁদের মধ্যে রয়েছেন এক জন পঞ্চায়েত প্রধান, এক জন পঞ্চায়েত সদস্য এবং এক জন পঞ্চায়েত সমিতির সদস্য। এর আগে একই কারণে ১৪ জনকে দল থেকে বহিষ্কার করেছিলেন রাজ্য ও জেলা নেতৃত্ব। তৃতীয় দফায় মোট ২১ জনকে বহিষ্কার করায় এখনও পর্যন্ত হাওড়া সদর থেকে বহিষ্কৃতের সংখ্যা দাঁড়াল ৩৫।
সোমবার সলপে নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করে ২১ জনকে বহিষ্কারের কথা ঘোষণা করেন হাওড়া জেলা তৃণমূল সদরের সভাপতি কল্যাণ ঘোষ। তিনি বলেন, ‘‘যাঁরা পঞ্চায়েত ভোটে দলের হয়ে লড়াই করার পরিবর্তে নির্দল বা অন্য দলের প্রার্থী হয়ে দলবিরোধী কাজ করেছেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তাঁদের বহিষ্কার করলেন রাজ্য নেতৃত্ব। তাঁরা আর কখনও তৃণমূলে ফিরতে পারবেন না।’’
জেলা তৃণমূলের তরফে এ দিন যে ২১ জন বহিষ্কৃতের তালিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে আছেন বালি-জগাছা ব্লকের দুর্গাপুর ২ নম্বর অঞ্চলের পঞ্চায়েত প্রধান রুমা মজুমদার, ওই ব্লকেরই দুর্গাপুর-অভয়নগর (২) গ্রাম পঞ্চায়েতের সদস্য সুপর্ণা পোড়েল ও দুর্গাপুর (২) পঞ্চায়েত সমিতির সদস্য চন্দনা দেবনাথ। বাকি ১৮ জন বালি-জগাছা ব্লকে তৃণমূলের বিভিন্ন দায়িত্বে থাকা কর্মী। তাঁদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ আবার দুর্গাপুর-অভয়নগর অঞ্চলের কর্মী।