Death

Businessman Murdered: চপার দিয়ে পিছন থেকে আঘাত, ফ্ল্যাটে ঢোকার মুখে খুন শিবপুরের ব্যবসায়ী

ব্যবসায়ী শেখ তৈয়ব আলির (৫৮) চাঁদনিতে স্লাইডিংয়ের ব্যাবসা রয়েছে। শুক্রবার রাতে ব্যবসার কাজ সেরে বাড়ি তিনি বাড়ি ফিরছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২২ ০৩:০০
Share:

জিজ্ঞাসাবাদ চলছে আত্মীয়দের (ইনসেটে মৃত ব্যবসায়ী শেখ তৈয়ব আলি)। নিজস্ব চিত্র।

নিজের ফ্ল্যাটে ঢোকার সময় খুন হলেন এক ব্যবসায়ী। শুক্রবার রাত ৯টা নাগাদ হাওড়ার শিবপুর থানার অন্তর্গত কাজিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়ী শেখ তৈয়ব আলির (৫৮) চাঁদনিতে স্লাইডিংয়ের ব্যাবসা রয়েছে। শুক্রবার রাতে ব্যবসার কাজ সেরে বাড়ি তিনি বাডি় ফিরছিলেন। ফ্ল্যাটের বাইরে গাড়ি থেকে নেমে গাড়িচালক শেখ সানোয়ারের হাতে চাবি দিয়ে ফ্ল্যাটে ঢোকেন তিনি। এই সময়ে আচমকাই পিছন থেকে হামলা চালায় দুষ্কৃতীরা। ওই ব্যবসায়ীকে মাথার পিছনে চপার দিয়ে আঘাত করা হয়। গুরুতর জখম অবস্থায় তিনি লুটিয়ে পড়েন।

Advertisement

স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিবপুর থানার পুলিশ। আসেন গোয়েন্দা বিভাগের কর্মীরাও। কী কারণে তৈয়বকে খুন করা হল তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। পাশাপাশি, ওই ব্যাবসায়ীর বাড়ির আত্মীয়-পরিজনদের জিজ্ঞাসাবাদ করে খুনের কারণ জানার চেষ্টা করছে।

Advertisement

মৃতের স্ত্রী ও ভাইজির অভিযোগ, ওই আবাসনের চার তলায় এক জন কর পরামর্শদাতা থাকেন। তিনি এই খুনের সঙ্গে জড়িত। কয়েক বছর আগে বাড়ির নীচে গাড়ি রাখা নিয়ে অশান্তি হয়। এ নিয়ে একটি মামলাও চলছে। যদিও ওই কর পরামর্শদাতা এমএস জামাল জানান, ২০০৯ সালে তাঁর একটি গাড়ি ভাঙচুর করা হয়েছিল। সেই ঘটনায় তৈয়বের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেই সংক্রান্ত মামলা এখনও আদালতে। কিন্তু এই খুনের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে তিনি জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement