COVID-19

Covid Vaccine: চাহিদার তুলনায় কোভিড টিকার যোগান কম, মানলেন হুগলির স্বাস্থ্য কর্তা

স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, এই মুহূর্তে অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দিতে হচ্ছে তাঁদের। সুপার স্প্রেডারদের অগ্রাধিকার দিতে হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চুঁচুড়া শেষ আপডেট: ১৩ জুলাই ২০২১ ১৮:৫৮
Share:

হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তী নিজস্ব চিত্র।

চাহিদার তুলনায় করোনার টিকার যোগান কম রয়েছে বলে মেনে নিলেন হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তী। তার পরেও অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

শুভ্রাংশু বলেন, ‘‘এখনও পর্যন্ত হুগলিতে মোট সাড়ে ১৪ লক্ষ টিকা দেওয়া হয়েছে। আগে টিকার চাহিদা কম ছিল। তখন শুধুমাত্র স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হচ্ছিল। তাই তখন প্রতিদিন ২৫ থেকে ৩০ হাজার টিকা দেওয়া হচ্ছিল। কিন্তু এখন চাহিদা বেড়েছে। সেই তুলনায় টিকা কম আসছে। প্রথম টিকার চাহিদা বেশি থাকলেও আমাদের দ্বিতীয় টিকার জন্য ৬০ শতাংশ বাঁচিয়ে রাখতে হচ্ছে। এখন প্রতিদিন ১৭-১৮ হাজার টিকা দেওয়া হচ্ছে। তাই সব জায়গায় প্রথম টিকা দেওয়া যাচ্ছে না।’’

Advertisement

স্বাস্থ্য আধিকারিক আরও জানান, এই মুহূর্তে অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দিতে হচ্ছে তাঁদের। সুপার স্প্রেডারদের অগ্রাধিকার দিতে হচ্ছে। যাঁরা বিদেশে পড়াশোনা বা চাকরির জন্য যাচ্ছেন তাঁদের আগে টিকা দিতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement