police

বাইক চুরি চক্রের পর্দা ফাঁস, চোরাই বাইক বিক্রির সময় পুলিশের জালে ৩

তিন জনকে পুলিশ হাতেনাতে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে সাতটি চোরাই বাইকও। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২১ ১৯:৩৩
Share:

হরিপাল থানার নিয়ে যাওয়া হচ্ছে ধৃতদের। নিজস্ব চিত্র

বড়সড় বাইক চুরি চক্রের পর্দা ফাঁস করল হুগলির হরিপাল থানার পুলিশ। চোরাই বাইক বিক্রির সময় তিন জনকে পুলিশ হাতেনাতে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে সাতটি চোরাই বাইকও। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

অভিযুক্তরা হল দাদপুরের বাসিন্দা ইমদাদুল হক, আমিরুল হক এবং হরিপালের বন্দিপুরের বাসিন্দা সাইফুল ইসলাম। শুক্রবার হরিপালের ইলাহিপুর এলাকায় তিনটি চোরাই বাইক বিক্রির সময় দু’জনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরা করে ওই বাইক চুরি চক্রের মাথা দাদপুরের আমিরুল হকের সন্ধান পায় পুলিশ।

আমিরুলকে গ্রেফতার করে তার থেকে আরও চারটি বাইক উদ্ধার করেছে পুলিশ। ওই বাইক চুরি চক্রের পিছনে আর কেউ আছে কি না তা জানতে ধৃতদের জেরা করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement