Howrah Fire

লিলুয়ার রবার কারখানায় আগুন, ভস্মীভূত কয়েক লক্ষ টাকার দ্রব্য, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে পরিস্থিতি

হাওড়ার লিলুয়ার একটি রবার কারখানায় মঙ্গলবার সন্ধ্যায় আগুন লাগে। কারখানার বিস্তীর্ণ অংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে হতাহতের খবর নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৪ ২১:২২
Share:

হাওড়ার রবার কারখানায় অগ্নিকাণ্ড। — নিজস্ব চিত্র।

হাওড়ার লিলুয়ায় একটি রবার কারখানায় আগুন লেগেছে। কারখানার অনেকটা অংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকলের দু’টি ইঞ্জিনের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে বলে আশঙ্কা। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

Advertisement

লিলুয়ার মিরপাড়া এলাকার ওই রবার কারখানায় মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ হঠাৎ আগুন লেগে যায়। রবারের পাশাপাশি প্লাস্টিকের জিনিসপত্রও তৈরি করা হত কারখানাটিতে। দমকল সূত্রে খবর, ওই কারখানায় প্লাস্টিক-সহ অন্য অনেক দাহ্য পদার্থ মজুত ছিল। সেই কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়েছিল। কয়েক মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে শুরু করে কারখানাটি।

আগুন লাগার মুহূর্তে কারখানার ভিতরে অন্তত ২০ জন শ্রমিক ছিলেন বলে জানা গিয়েছে। সন্ধ্যার শিফ্‌টে কাজ করছিলেন তাঁরা। আগুন দেখে দ্রুত বাইরে বেরিয়ে আসেন। সকলেই সুস্থ শরীরে কারখানা থেকে বেরোতে পেরেছিলেন। তাই কারও আঘাত লাগেনি। আগুন লাগার ফলে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল চারপাশ। দমকল আসার আগে স্থানীয়েরাও আগুন নেভানোর কাজে হাত লাগান।

Advertisement

দমকল সূত্রে জানা গিয়েছে, কী থেকে রবারের কারখানায় আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ওই কারখানার মালিক বর্তমানে রাজ্যের বাইরে রয়েছেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমানিক কয়েক লক্ষ টাকা। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement