DRM

Olympics: পূর্ব রেলের কর্মী ভাবনা যাচ্ছেন অলিম্পিক্সে, তাঁকে শুভেচ্ছা জানালেন হাওড়ার ডিআরএম

ভাবনা এই মুহূর্তে বেঙ্গালুরুতে প্রশিক্ষণ শিবিরে অনুশীলন করছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ২৩ জুন ২০২১ ২৩:৩৮
Share:

নিজস্ব চিত্র।

টোকিও অলিম্পিক্সে অংশগ্রহণ করবেন পূর্ব রেলের কর্মী ভাবনা জাট। তিনি ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। বুধবার সকালে সেই উপলক্ষে হাওড়া স্টেশন লাগোয়া ডিআরএম অফিসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সুমিত নারুলা ভাবনাকে ভার্চুয়াল মাধ্যমে শুভেচ্ছা জানান।

Advertisement

ভাবনা এই মুহূর্তে বেঙ্গালুরুতে প্রশিক্ষণ শিবিরে অনুশীলন করছেন। ডিআরএম বলেন, “রেল সব সময় খেলোয়াড়দের পাশে রয়েছে। আমি চাই খেলোয়াড়রা শুধু জাতীয় নয়, এশিয়ান গেমস অথবা অলিম্পিক্সেও চ্যাম্পিয়ন হোক।” তিনি আরও বলেন, “ভাবনা পূর্ব রেলের সঙ্গে যুক্ত আছে। তিনি অলিম্পিকে যাচ্ছেন এটা বিরাট ব্যাপার। আশা প্রকাশ করছি ভাবনা অলিম্পিকে ভাল ফল করবে।” বুধবার আন্তর্জাতিক অলিম্পিক্স ডে উপলক্ষে এই অনুষ্ঠানে পূর্ব রেলের খেলোয়াড়রাও অংশগ্রহণ করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement