Dilip Ghosh

Dilip Ghosh: ভদ্রেশ্বরের শ্যামনগর জুটমিল খোলার দাবিতে সভা করলেন দিলীপ ঘোষ

তাঁর অভিযোগ এলাকায় একাধিক জুটমিল বন্ধ হয়ে রয়েছে। এর জন্য তিনি অভিযোগের আঙুল তুলেছেন রাজ্য সরকারের দিকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ২০:৪২
Share:

মিলের গেটের সামনে সভায় দিলীপ ঘোষ

ভদ্রেশ্বরের শ্যামনগর জুটমিল খোলার দাবিতে মিলের গেটের সামনে সভা করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ এলাকায় একাধিক জুটমিল বন্ধ হয়ে রয়েছে। এর জন্য তিনি অভিযোগের আঙুল তুলেছেন রাজ্য সরকারের দিকে।

Advertisement

এলাকায় মিছিল করে তিনি মিলের গেটে প‌ৌঁছন। গেটের সামনে পথসভায় দিলীপ ঘোষ বলেন, ‘‘এই এলাকায় অনেকগুলো জুটমিল আছে যেগুলো রুগ্ন হয়ে আছে। অনেক মানুষের রুজি-রুটি চলে এই জুটমিলগুলোর উপর নির্ভর করে। রাজ্য সরকারের এদিকে কোন নজর নেই।’’ এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘‘আমরা বারবার বলেছি যে কেন্দ্রের সঙ্গে আলোচনা করে কোনও একটা রাস্তা বের করতে। আমরাও সংসদে বিষয়টি নিয়ে আলোচনা করছি। এ সব বিষয়গুলো নিয়ে শ্রমিকদের সঙ্গে আমরা কথা বলবো।’’

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর ডাকা ধর্মঘট কী ভাবে পালন করা হবে তা নিয়ে বামেরা দ্বিধাবিভক্ত। এ প্রসঙ্গ দিলীপ ঘোষ বলেন, ‘‘সিপিএম বরাবরই দ্বিধাবিভক্ত হয়ে থেকে গেল। ভাবতে ভাবতেই পার্টিটা উঠে গেল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement