প্রচার চলছে। -নিজস্ব ছবি।
গত বছরের আমপান থেকে শিক্ষা নিয়ে বিপর্যয় এবং প্রাণহানি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নিল উত্তরপাড়া কোতরং পুরসভা।
পুরসভা সূত্রে খবর, ওই এলাকার সব কাঁচা এবং বিপজ্জনক বাড়ির বাসিন্দাদের অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এলাকার ভদ্রকালী উচ্চ বিদ্যালয়ে সাইক্লোন কেন্দ্র করা হয়েছে। সেখানেই এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। অতিমারির কথা মাথায় রেখে পুরো বিদ্যালয় স্যানিটাইজও করা হয়েছে।
পাশাপাশি রাস্তার ধারে বিপজ্জনক অবস্থায় থাকা গাছের ডালও ছেঁটে দেওয়া হচ্ছে পুরসভার পক্ষ থেকে। শ্রীরামপুরে উপকূলবর্তী এলাকার মানুষদের সতর্ক করার জন্য পুরসভার পক্ষ থেকে মাইকে প্রচারও করা হচ্ছে।