Signal Box

সিগন্যালিংয়ের বাতিল বাক্সের বিকল্প ব্যবহার পরিশ্রম লাঘব করছে মহিলা রেলকর্মীদের

সিগন্যালিং এবং টেলিকম বিভাগের বাতিল করে দেওয়া, রেললাইন সংলগ্ন অসংখ্য ধাতব বাক্সের বিকল্প ব্যবহার শুরু করেছে তারা। রেলের চালু রীতি অনুযায়ী, অব্যবহৃত ওই সব ধাতব বাক্সবাতিল করে দেওয়ার কথা।

Advertisement

ফিরোজ ইসলাম 

কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ০৯:১৪
Share:

রেললাইন সংলগ্ন অসংখ্য ধাতব বাক্সের বিকল্প ব্যবহার শুরু হয়েছে। —প্রতীকী চিত্র।

রেলে লাইন রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত মহিলা কর্মীদেরসংখ্যা বাড়ছে। প্রায়ই ভারী যন্ত্রপাতি নিয়ে রেললাইন ধরে দীর্ঘ পথহাঁটতে হয় তাঁদের। বছরভর আবহাওয়ার নানা প্রতিকূলতাসামলে লাইন রক্ষণাবেক্ষণের কাজ যথেষ্ট শ্রমসাধ্য। সেই ভার কিছুটা হলেও লাঘব করতে সাধারণ কর্মীরা তো বটেই, বিশেষত মহিলা কর্মীদের কথা মাথায় রেখে অভিনব ব্যবস্থা করেছে শিয়ালদহ ডিভিশন। সিগন্যালিং এবং টেলিকম বিভাগের বাতিল করে দেওয়া, রেললাইন সংলগ্ন অসংখ্য ধাতব বাক্সের বিকল্প ব্যবহার শুরু করেছে তারা। রেলের চালু রীতি অনুযায়ী, অব্যবহৃত ওই সব ধাতব বাক্সবাতিল করে দেওয়ার কথা। কিন্তু, তা না করে শিয়ালদহ ডিভিশনলাইনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ওই সব বাক্সে রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় যন্ত্রপাতি তালা দিয়ে রাখার ব্যবস্থা করেছে। পরে ছোট আলমারির আকারের ওই সব বাক্স রং করে সংরক্ষণ করা হয়েছে।

Advertisement

রেলের আধিকারিকেরা জানাচ্ছেন, নতুন সাজে ওইবাক্সগুলি ব্যবহার করা হচ্ছে লাইন পরীক্ষা করার যন্ত্রপাতি রাখারকাজে। এর ফলে, লাইন রক্ষণাবেক্ষণের কাজে জড়িত কর্মী, বিশেষত মহিলা কর্মীদের আরভারী যন্ত্রপাতির ব্যাগ কাঁধে দীর্ঘ পথ হাঁটতে হচ্ছে না। বিভিন্নজায়গায় ছড়িয়ে থাকা নির্দিষ্ট বাক্সের চাবি সঙ্গে নিয়ে গেলেই সেখানথেকে তাঁরা প্রয়োজনীয় যন্ত্রপাতিবার করে নিতে পারছেন। কাজ মিটে গেলে ওই বাক্সেই সেগুলি রেখে দেওয়া হচ্ছে। এতে কর্মীদের কাজের সময় এবং পরিশ্রম, দুই-ইসাশ্রয় হচ্ছে।

প্রাথমিক ভাবে শিয়ালদহ ইয়ার্ডের পাঁচটি জায়গায় এইকাজ করা হয়েছে। ধাপে ধাপে আরও কিছু জায়গায় ওই ব্যবস্থাচালু করা হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। রেলের আধিকারিকদের দাবি, বাতিল জিনিস সরাসরি ভেঙে ফেলার বদলে তাঁরা কিছুটাঅভিনব ভাবে সেগুলির ব্যবহার খোঁজার চেষ্টা করেছেন মাত্র।এই নতুন ব্যবস্থায় কর্মীদের কাজের ক্ষেত্রে বাড়তি স্বাচ্ছন্দ্য মিলছে।উন্নত হচ্ছে রক্ষণাবেক্ষণের কাজের মানও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement