—প্রতীকী চিত্র।
দু’বছর আগে ১৯ ফেব্রুয়ারিতেই অস্বাভাবিক মৃত্যু হয়েছিল হাওড়ার ছাত্রনেতা আনিস খানে। তাঁর স্মরণে সোমবার বাড়ির সামনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে ছিলেন সিপিএম নেতা শ্রীদীপ ভট্টাচার্য, দিলীপ ঘোষ, পরেশ পাল, যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়, যুবনেতা কলতান দাশগুপ্ত, আনিসের আইনজীবী ইমতিয়াজ আহমেদ।
আনিসের মৃত্যুতে পরিবারের অভিযোগ ছিল, শাসকদলের মদতে ছাত্রনেতাকে খুন করেছে পুলিশ। দু’বছর কেটে গেলেও এখনও পর্যন্ত সেই আনিস খুনের সঠিক বিচার পাইনি দাবি আনিস খানের বাবা সালেম খানের। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। বিরোধী রাজনৈতিক দলের নেতারা সোচ্চার হয়েছিলেন আনিসে খুনের সঠিক বিচারের দাবিতে। কিন্তু এখনও পর্যন্ত তার বিচার হয়নি বলেই অভিযোগ পরিবারের। আনিসের পরিবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল। তাতে মানেনি কলকাতা হাই কোর্ট। পরিবারের অভিযোগ, তাদের কথা তো শোনাই হল না, উল্টে তাদের লাগাতার শাসকদলের শাসানি শুনে যেতে হয়েছে।