Ganja seized in Howrah

হাওড়ায় তল্লাশি অভিযানে সাড়ে ৬০০ কেজি গাঁজা উদ্ধার সিআইডির, ওড়িশার তিন জন-সহ ধৃত চার

সিআইডি সূত্রে খবর, লিলুয়া থানার অন্তর্গত কোনা এক্সপ্রেসওয়ে এলাকায় এই অভিযান চালায় সিআইডি। তাদের অভিযানে অন্তত সাড়ে ৬০০ কেজি গাঁজা বাজেয়াপ্ত হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ১১:৫০
Share:

প্রচুর গাঁজা উদ্ধার হাওড়ায়। নিজস্ব চিত্র।

হাওড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করল সিআইডি। বৃহস্পতিবার রাতে এই তল্লাশি অভিযান চালানো হয়। ওই অভিযানে গাঁজা-সহ চার জন গ্রেফতারও হয়েছেন। তাঁদের মধ্যে তিন জন ওড়িশার বাসিন্দা।

Advertisement

সিআইডি সূত্রে খবর, লিলুয়া থানার অন্তর্গত কোনা এক্সপ্রেসওয়ে এলাকায় এই অভিযান চালায় সিআইডি। তাদের অভিযানে অন্তত সাড়ে ৬০০ কেজি গাঁজা বাজেয়াপ্ত হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৮০ লক্ষ টাকা। তদন্তকারীদের একটি সূত্র জানায়, গোপন সূত্রে খবর মিলেছিল। সেই মতোই ফাঁদ পাতা হয়। ওড়িশা থেকে আসা দু’টি গাড়ি করে বেআইনি ভাবে গাঁজা নিয়ে আসা হয়েছিল হাওড়ায়। হাওড়ার কোনা এলাকার একটি গোডাউনে তা রাখা হয়েছিল। লক্ষ্য ছিল, হুগলিতে গাঁজা পাচার করা। তার আগেই অভিযান চালিয়ে তা বাজেয়াপ্ত করা হয়েছে।

ধৃতদের শুক্রবার হাওড়া আদালতে হাজির করানোর কথা সিআইডির। সূত্রের খবর, ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement