নিজস্ব চিত্র।
বড় পথদুর্ঘটনা হাওড়ায়। লিলুয়া থানার চামরাইলের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে একটি বাস ও লরির মধ্যে সংঘর্ষের ঘটনায় ওই বাসের চালকের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছে ১২ জন যাত্রী। বর্তমানে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা।
শনিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ ওই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, পাঁচলার আইটিসি কোম্পানির একটি বাস কর্মীদের নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পিছনে ধাক্কা মারে। সজোরে ধাক্কার ফলে বাসের ভিতরেই আটকে পড়েন চালক। পরে স্থানীয়রাই ওই বাস চালক ও যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসেন।
রক্তাক্ত অবস্থায় চালককে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। আহত ১২ জনকেও একে একে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লিলুয়া থানার পুলিশ বাসটিকে আটক করেছে। লরিটিকে খোঁজা হচ্ছে বলেও জানানো হয়েছে পুলিশের তরফে।