উঠানে পড়ে রয়েছে বোমা। নিজস্ব চিত্র
আরামবাগে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে বোমাবাজি অভিযোগ উঠল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। পুরভোট ঘোষণার পর থেকেই শুরু হয়েছে বোমাবাজি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী।
প্রাক্তন কাউন্সিলারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর আরামবাগের ১০ নম্বর ওয়ার্ডের বাদলকোনা এলাকায় পৌঁছয় পুলিশ। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমাও উদ্ধার করে পুলিশ। বোমার আঘাতে বাড়ির দরজা ও জানলার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরামবাগ পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা কার্তিক জশের বাড়িতে গতকাল গভীর রাতে হঠাৎ বোমাবাজি করার অভিযোগ ওঠে বেশ কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে।
এই বোমাবাজিকে কেন্দ্র করে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার ও প্রার্থী তুষার কার্ফার গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কার্তিক জশ বলেন,‘‘শনিবার সন্ধ্যায় প্রার্থী তুষার কার্ফার সঙ্গে কয়েকজন তৃণমূল কর্মী গিয়ে দলীয় কার্যালয়ে অশান্তি করে। পার্টি অফিসের চাবি চায়। গত ১০ বছর এঁদের দেখা যায়নি। তার জেরেই এই হামলা।’’ তিনি আরও বলেন, ‘‘প্রথমে আমার বাড়ির জানলায় বোমা ছোঁড়ে, বাড়ির জানলা প্রচণ্ড শব্দে ভেঙে যায়, আমরা দরজা খুলে বাইরে বেরতেই দুষ্কৃতীরা পালিয়ে যায়।’’
তাঁর অভিযোগ পালিয়ে যাওয়ার সময় বোমাগুলো ফেলে রেখে গিয়েছে দুষ্কৃতীরা, যাতে বেরোলেই সেগুলি ফেটে যায়। বাড়ির সিসিটিভি ফুটেজও পুলিশকে দিয়েছেন তিনি।
তৃণমূল প্রার্থী তুষার কর্ফার দাবি, ‘‘পুরোটাই সাজানো ঘটনা। যে হেতু দল আমাকে প্রার্থী করেছে, তাই সাজিয়ে মিথ্যা বদনাম করার চেষ্টা করছে।’’