West Bengal Legislative Assembly

Budget session 2022: পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন হতে পারে মার্চ মাসে

সূত্রের খবর, এ বছর রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন হতে পারে মার্চে। তার কারণ, রাজ্যের ১১২টি পুরসভার ভোট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২২ ১৪:০৯
Share:

বিধানসভার বাজেট অধিবেশন বসতে পারে মার্চ মাসে। ফাইল চিত্র

পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট পেশ হতে পারে আগামী মার্চ মাসে। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। গত কয়েক বছরে কেন্দ্রীয় বাজেটে্র আগে কিংবা পরে হয়ে যেত রাজ্য সরকারের বাজেট অধিবেশন। গত ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার পর প্রায় ছয় দিন কেটে গেলেও এখনও জানানো হয়নি রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন কবে হবে। তাই স্বাভাবিক ভাবেই রাজ্য অর্থনীতির কারবারিদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে বাজেট অধিবেশন নিয়ে। সূত্রের খবর, এ বছর রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন হতে পারে মার্চে। তার কারণ, রাজ্যের ১১২টি পুরসভার ভোট।

Advertisement

আগামী ১২ ফেব্রুয়ারি বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি পুরসভার ভোট। আর আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভার ভোট। তাই বিভিন্ন রাজনৈতিক দলের মন্ত্রী-বিধায়করা পুরভোট নিয়েই ব্যস্ত। তাই প্রশাসন সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসে পুরভোট পর্ব সাঙ্গ হয়ে গেলেই বিধানসভার বাজেট অধিবেশন ডাকা হবে। সেই অধিবেশন হতে পারে মার্চ মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেও তেমন ইঙ্গিতই মিলেছে। তিনি বলেছেন, ‘‘মার্চ মাস পর্যন্ত সময় আছে। মুখ্যমন্ত্রীই এখন অর্থমন্ত্রী, কবে বাজেট হবে তা নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনিই।’’

এদিকে ধীর গতিতে হলেও বাজেট নিয়ে বিধানসভার সচিবালয় ও স্পিকারের দফতর প্রস্তুতি শুরু করে দিয়েছে। গত জানুয়ারি মাসে কোভিড সংক্রমণ বেড়ে গেলে বিধানসভার কর্মীদের উপস্থিতি ৫০ শতাংশ করে দিয়েছিলেন স্পিকার। সঙ্গে বিধানসভার যাবতীয় স্ট্যান্ডিং ও অ্যাসেম্বলি কমিটির বৈঠকও স্থগিত করে দিয়েছিলেন। কিন্তু সোমবার থেকেই বিধানসভায় কর্মীদের ১০০ শতাংশ হাজিরার নির্দেশ দিয়েছেন তিনি। স্পিকারের এমন সিদ্ধান্ত দেখেই বিধানসভার এক আধিকারিক বলছেন, ‘‘বিধানসভার সব দফতরের কর্মীরা হাজির হলে আমাদের সুবিধাই হবে। কারণ বিধানসভার বাজেট অধিবেশন সংক্রান্ত যে সব কাজ থাকে, তা অনেকটাই এগিয়ে রাখা যাবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement