কালো ঘোড়া এবং সওয়ার। — নিজস্ব চিত্র।
ঘোড়ার গুঁতোয় আহত সাইকেল আরোহী। আটক ঘোড়া। আজব ঘটনাটি ঘটেছে হুগলির পোলবায়। পুলিশ ঘোড়ার পাশাপাশি সওয়ারিকেও আটক করেছে।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে পোলবার সুগন্ধার বাগপাড়ার চুঁচুড়া-তারকেশ্বর রোড দিয়ে ঘোড়া চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। সুগন্ধা পূর্বপাড়া থেকে সাইকেলে গোটু বাজারের দিকে যাচ্ছিলেন জয়দেব পাল। মাঝরাস্তায় আচমকাই কালো ঘোড়া খেপে যায়। প্রবল ঝাঁকুনি দিয়ে রাস্তায় এলোমেলো দৌড়োদৌড়ি শুরু করে। তার পর আচমকাই জয়দেবের সাইকেলে সজোরে ধাক্কা মারে। ঘোড়ার ধাক্কার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়েন জয়দেব। উল্টে পড়ে সাইকেলটিও। জয়দেবের পিছন পিছন আসছিল একটি স্কুটি। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটি ধাক্কা মারে জয়দেবকে। উল্টে পড়ে স্কুটিও।
এতে রাস্তায় হুড়োহুড়ি পড়ে যায়। অনেক কষ্টে ঘোড়াটিকে নিয়ন্ত্রণে আনেন ঘোড়সওয়ার। স্থানীয়রা জয়দেবকে প্রাথমিক চিকিৎসা করানোর পর চুঁচুড়ার ইমামবড়া হাসপাতালে নিয়ে যান। সেখানেই বর্তমানে জয়দেবের চিকিৎসা চলছে। পুলিশ কালো ঘোড়া এবং তার সওয়ারিকে আটক করেছে। কেন ঘোড়াটি মাঝরাস্তায় বিগড়ে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।