Sukanta Majumdar

BJP: সুকান্তর নেতৃত্বে বগটুইয়ের পথে বিজেপি-র প্রতিনিধিদল, রিপোর্ট দেবে অমিত শাহকে

বুধবার বগটুই গিয়েছিল বাম এবং বিজেপি-র প্রতিনিধি দল। বৃহস্পতিবার বিজেপি-র কেন্দ্রীয় প্রতিনিধি দল বগটুইয়ের উদ্দেশে রওনা দিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২২ ১২:৩৬
Share:

সুকান্ত মজুমদার। নিজস্ব চিত্র

বগটুই-কাণ্ড নিয়ে এলাকা পরিদর্শনের দলের সর্বভারতীয় সভাপতি এবং পরবর্তী কালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রিপোর্ট দেবে বিজেপি-র কেন্দ্রীয় প্রতিনিধি দল। বৃহস্পতিবার রামপুরহাটের বগটুই যাওয়ার পথে এ কথা জানালেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বুধবার বগটুই গিয়েছিল বাম এবং বিজেপি-র প্রতিনিধি দল। বৃহস্পতিবার বিজেপি-র কেন্দ্রীয় প্রতিনিধি দল বগটুইয়ের উদ্দেশে রওনা দিয়েছে। রামপুরহাট যাওয়ার পথে হুগলির ডানকুনি টোলপ্লাজার কাছে কিছু সময়ের জন্য যানজটে আটকে পড়ে ওই প্রতিনিধি দলের কনভয়। সেখানে সুকান্ত বলেন, ‘‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দেখব কী হয়েছে। আমাদের প্রতিনিধিদের মধ্যে যাঁরা আছেন তাঁরা প্রত্যেকেই প্রাক্তন উচ্চপদস্থ পুলিশ কর্তা। তার পর আমরা রিপোর্ট তৈরি করে সর্বভারতীয় সভাপতি এবং দলগত ভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাব।’’

Advertisement

বিজেপি-র ওই প্রতিনিধি দলে সুকান্ত ছাড়াও রয়েছেন রাজ্যসভার সাংসদ তথা উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ব্রজলাল, সাংসদ তথা মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার সত্যপাল সিংহ, রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন আইপিএস কেসি রামমূর্তি এবং প্রাক্তন আইপিএস ভারতী ঘোষও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement