Khanakul

চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে খানাকুলে বিজেপি কর্মীদের মারধর, অভিযুক্ত তৃণমূল

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে খানাকুলের বালিপুর থেকে দলীয় বৈঠক সেরে বাড়ি ফিরছিলেন বিজেপি-র স্থানীয় নেতা শান্তনু পাল এবং এক কর্মী শেখ সৌকত আলি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খানাকুল শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১১:৫৪
Share:

আহত বিজেপি কর্মী। নিজস্ব চিত্র।

চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল খানাকুলে। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তারা।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে খানাকুলের বালিপুর থেকে দলীয় বৈঠক সেরে বাড়ি ফিরছিলেন বিজেপি-র স্থানীয় নেতা শান্তনু পাল এবং এক কর্মী শেখ সৌকত আলি। অভিযোগ, খানাকুলের কুড়কুড়ির কনকপুর এলাকায় তাঁদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেন তৃণমূলের কয়েক জন। তার পরই গাছের ডাল দিয়ে বেধড়ক মারধর করা হয়। মাথা ফেটে যায় শান্তনুর। হামলার খবর পেয়েই স্থানীয় বিজেপি কর্মীরা তাঁদের উদ্ধার করে খানাকুল ব্লক হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় শান্তনুকে।

এই ঘটনায় তৃণমূলের কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি-র স্থানীয় নেতৃত্ব। বিজেপি-র আরামবাগ জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, “রাতের অন্ধকারে চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে মারছে। তৃণমূলের সাহস নেই সামনে থেকে আক্রমণ করার। আমরা পুলিশকে বলেছি অভিযুক্তদের গ্রেফতার না করা হলে আন্দোলন হবে। কর্মীদের মারধরের প্রতিবাদে খানাকুলে মিছিল হবে।”

Advertisement

তৃণমূলের আরামবাগ যুব সভাপতি গোপাল রায় দাবি করেন, এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই। তিনি বলেন, “এটা নতুন বিজেপি-র সঙ্গে পুরনো বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্বের জের। এই ঘটনায় তৃণমূল জড়িত নয়। আমরা মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের কথা বলি মানুষকে, আর বিজেপি শুধু মারপিট করে।” কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement