বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা পল। ফাইল চিত্র
হাওড়ার নাজিরগঞ্জে নিহত ছাত্রীর পরিবারের পাশে থাকার বার্তা দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। মঙ্গলবার এলাকায় গিয়ে ‘গো ব্যাক’ স্লোগান শুনতে হয় তাঁকে। শেষ পর্যন্ত খালিহাতেই ফিরতে হয় ওই বিজেপি নেত্রীকে। অগ্নিমিত্রার অবশ্য অভিযোগ, মঙ্গলবারের বিক্ষোভের পিছনে তৃণমূলের হাত রয়েছে। যদিও জোড়াফুল শিবিরের দাবি, এ দিনের বিক্ষোভ ‘স্বতঃস্ফূর্ত’।
শনিবার নাজিরগঞ্জ এলাকায় বাড়ি থেকে কিছুটা দূরে পুকুর থেকে উদ্ধার হয় রুকসানা খাতুন নামে স্থানীয় এক কলেজ ছাত্রীর দেহ। ১১ দিন ধরে নিখোঁজ ছিল রুকসানা। ওই ঘটনায় খুনের অভিযোগ দায়ের করে রুকসানার পরিবার। মঙ্গলবার রুকসানার পরিবারের সঙ্গে দেখা করতে যান অগ্নিমিত্রা। কিন্তু অগ্নিমিত্রা এলাকায় পা রাখা মাত্র বিক্ষোভ শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত বাধ্য হয়ে রুকসানার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা না করে ফিরে যেতে হয় তাঁকে। এ নিয়ে অগ্নিমিত্রার বক্তব্য, ‘‘তিনি এক জন মহিলা হিসাবে আর এক নির্যাতিতা মহিলার পরিবারের পাশে দাঁড়াতে চেয়েছেন। খুন হওয়া ওই ছাত্রীর সুবিচারের দাবি করেছেন। কিন্তু তাঁকে এলাকার তৃণমূল কর্মীরা ঢুকতে বাধা দেয়।’’
অগ্নিমিত্রায় অভিযোগ নিয়ে স্থানীয় তৃণমূল নেতা মাসুদ আলম খান বলেন, ‘‘তৃণমূল কর্মীরা মোটেই বিজেপি নেত্রীকে বাধা দেননি। উনি রাজনীতি করতে এসেছিলেন বলেই স্থানীয় বাসিন্দারা তাঁকে বাধা দিয়েছেন।’’