BJP

BJP: চন্দননগরে বিজেপি প্রার্থীর মৃত্যু, পুরভোট নিয়ে অনিশ্চয়তা

কোভিডের ঊর্ধ্বমুখী সংক্রমণের হার কারণে চন্দননগর-সহ চার পুরনিগমের ভোট ২২ জানুয়ারি পরিবর্তে ১৪ ফেব্রয়ারি হবে বলে জানিয়েছে কমিশন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ২৩:০৭
Share:

—নিজস্ব চিত্র।

মারা গেলেন চন্দননগর পুর নিগমের ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী গোকুল পাল। তাঁর বয়স হয়েছিল ৭৮। তাঁর মৃত্যুর জেরে ওই ওয়ার্ডে ভোট হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হল।

Advertisement

বিগত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন বিজেপি-র দীর্ঘ দিনের কর্মী গোকুল। শুক্রবার রাত ৮টা নাগাদ বুকে ব্যথা আর শ্বাসকষ্ট অনুভব করায় তাঁকে তড়িঘড়ি বেশোহাটার বাড়ি থেকে চন্দননগর হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। কিন্তু যাওয়ার পথেই মৃত্যু হয় গোকুলের। প্রার্থীর মৃত্যুর খবর শুনে হাসপাতালে হাজির হন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা।

কোভিডের ঊর্ধ্বমুখী সংক্রমণের হার কারণে চন্দননগর-সহ চার পুরনিগমের ভোট ২২ জানুয়ারি পরিবর্তে ১৪ ফেব্রয়ারি হবে বলে জানিয়েছে কমিশন। হুগলি জেলা শাসক পি দীপাপ্রিয়া বলেন, ‘‘এখনও নির্বাচনের দেরি আছে। কমিশনকে প্রার্থীর মৃত্যুর সংবাদ দেওয়া হবে। রাজ্য নির্বাচন কমিশনের গাইড লাইন আছে। যে ভাবে নির্দেশ দেবে কমিশন, সেই মতো কাজ হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement