Belur Math

দুর্গাপুজোর পর এই প্রথম খুলল বেলুড় মঠ, খোলা থাকবে লক্ষ্মী ও কালী পুজোতেও

সম্পূর্ণ ভাবে কোভিড বিধি মেনে ভক্তরা প্রবেশ করতে পারবেন মঠে। , আগামী ৯ এবং ১০ নভেম্বর ছট পজোর সময় মঠ ভক্তদের জন্য বন্ধ থাকবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২১ ১৪:১১
Share:

বেলুড় মঠ। —ফাইল চিত্র।

দুর্গাপুজোর পর এই প্রথম রবিবার থেকে দর্শনার্থীদের জন্য খুলে গেল বেলুড় মঠ। দ্বাদশী তিথিতে মঠে দর্শনার্থীদের সমাগম ঘটে। তবে কোভিড বিধি পালনের বিষয়ে কড়াকড়ি ছিল যথেষ্ট। মঠ খোলা থাকবে লক্ষ্মী এবং কালী পুজোর সময়েও।

Advertisement

আট দিন বন্ধ থাকার পর রবিবার ভক্ত এবং দর্শনার্থীদের জন্য ফের খুলে গেল বেলুড় মঠ। মঠ সূত্রে জানা গিয়েছে, আসন্ন লক্ষ্মী পূজা এবং কালীপূজায় বেলুড় মঠ নির্দিষ্ট সূচি অনুযায়ী খোলা থাকবে। সকাল ৮টা থেকে ১১টা এবং বিকাল সাড়ে ৩টে থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে মঠ। সম্পূর্ণ ভাবে কোভিড বিধি মেনে ভক্তরা প্রবেশ করতে পারবেন মঠে। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী ৯ এবং ১০ নভেম্বর ছট পজোর সময় মঠ ভক্তদের জন্য বন্ধ থাকবে।

লকডাউনের পর বেলুড় মঠ খুলেছিল। তবে দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড়ের আশঙ্কায় তা বন্ধ রাখা হয়। ওই সময়ে বেলুড় মঠে সাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়েছিল। এর পর তা ফের খুলে গেল। তবে মন্দিরে ঢুকে দর্শনের পর বার হয়ে আসতে হবে দর্শনার্থীদের। মন্দিরে বসে জমায়েত করে পুজো-অর্চনা দেখা যাবে না এখন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement