Anis Khan

Anis Khan: নিরাপত্তার অভাব বোধ করছে আনিসের পরিবার

আনিসের পরিবার যে ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাকে সমর্থন জানিয়েছেন আমতার প্রাক্তন কংগ্রেস বিধায়ক অসিত মিত্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আমতা শেষ আপডেট: ২২ জুন ২০২২ ০৮:৩৭
Share:

ফাইল চিত্র।

আনিস খানের অস্বাভাবিক মৃত্যুর মামলায় সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিয়ে সিটের তদন্তেই আস্থা রেখেছে কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার রায় শুনে হতাশা প্রকাশ করেছে আনিসের পরিবার। তাঁরা সিবিআই তদন্তের দাবিতে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করারসিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement

এ দিনও সিটের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন আনিসের বাবা সালেম খান। তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন বলেও সালেম জানান। তিনি বলেন, ‘‘প্রায় দু’বছর ধরে আমাদের পরিবারের উপরে শাসক দলের এক শ্রেণির নেতাকর্মী অত্যাচার করছেন। বারবার বলা সত্ত্বেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। তার মধ্যেই ছেলে খোদ পুলিশের হাতে খুন হয়ে গেল। আনিসের খুনের ঘট‌নার পরেও যাঁরা প্রতিবাদী আন্দোলনে আমাদের সঙ্গে শামিল আছেন, তাঁদের এবং আমার পরিবারের লোকজনদের শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা খুনেরহুমকি দিচ্ছে। থানায় জানানোর পরেও সুরাহা হয়নি।’’

এ বিষয়ে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক পদস্থ কর্তা জানান, আনিসের পরিবার এবং তাঁদের ঘনিষ্ঠদের কাছ থেকে খুনের হুমকি দেওয়া ও বাড়িতে হামলার দু’টি আলাদা অভিযোগ এসেছে। তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement

উলুবেড়িয়া দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী পুলক রায় বলেন, ‘‘আনিস খানের মৃত্যুর ঘটনার তদ‌ন্ত রাজ্য সরকার প্রথম থেকে গুরুত্ব দিয়ে দেখছে। মুখ্যমন্ত্রী নিজে সিট গঠন করেছেন। আমাদের দল ও সরকার আনিসের পরিবারের প্রতি সহানুভূতিশীল। বিচারব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে।আমরা চাই দ্রুত প্রকৃত সত্য ঘটনা সামনে আসুক।’’

আনিসের পরিবার যে ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাকে সমর্থন জানিয়েছেন আমতার প্রাক্তন কংগ্রেস বিধায়ক অসিত মিত্র। তিনি বলেন, ‘‘সিবিআই তদন্তের দাবিতে আনিসের পরিবার যে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে যাবে বলছে, সেটাই সঠিক রাস্তা। তাঁদের এ ব্যাপারে সব রকম সহায়তা দেওয়া হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement