Death

উদ্ধার স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকের দেহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের জুনিয়র ইনস্পেক্টর পদে কর্মরত ছিলেন অনুপ। পরিবার নিয়ে থাকতেন জগাছা থানার কাছেই একটি আবাসনে ভাড়ার ফ্ল্যাটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২২ ০৬:৪৬
Share:

প্রতীকী ছবি।

কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাওড়ার জগাছায়। শুক্রবার সকালে জগাছার জিআইপি কলোনির প্রেস কোয়ার্টার্সের কাছে একটি গাছ থেকে ওই আধিকারিকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম অনুপকুমার চৌধুরী (৫৬)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই প্রৌঢ় অবসাদ থেকে আত্মহত্যা করেছেন। নিশ্চিত হতে দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের জুনিয়র ইনস্পেক্টর পদে কর্মরত ছিলেন অনুপ। পরিবার নিয়ে থাকতেন জগাছা থানার কাছেই একটি আবাসনে ভাড়ার ফ্ল্যাটে। একমাত্র মেয়ের বিয়ে হয়ে গিয়েছে হাওড়ারই চ্যাটার্জিহাট থানা এলাকায়। বাড়িতে আছেন অনুপের মা ও স্ত্রী।

তদন্তে জানা গিয়েছে, প্রতিদিন অনুপ ফ্ল্যাট থেকে সাইকেল নিয়ে বেরিয়ে প্রাতর্ভ্রমণ করে বাজার নিয়ে ফিরতেন। এ দিনও তেমনই ফেরার কথা ছিল। জানা গিয়েছে, প্রাতর্ভ্রমণ সেরে একটি দোকানে বসে চা খান তিনি। আধ ঘণ্টা পরে এলাকার লোকজন তাঁর সাইকলটিকে পাশেই এক জায়গায় পড়ে থাকতে দেখেন। সেখান থেকেই একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় অনুপের দেহ উদ্ধার হয়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, মৃতের পকেট থেকে একটি মানিব্যাগ, মোবাইল এবং কয়েকটি সোনার আংটি উদ্ধার হয়েছে। অনুপের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে মৃত্যুর কারণ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement