Ambulance

মাতৃযান আটকে ‘লুট’ হাওড়ায়

শনিবার রাতে ঘটনাটি ঘটেছে টিকিয়াপাড়া মোড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ২১ জুন ২০২১ ০৬:৩৯
Share:

ফাইল চিত্র।

রোগীকে বাড়িতে পৌঁছে দিয়ে ফেরার পথে হাওড়া জেলা স্বাস্থ্য দফতরের একটি মাতৃযানের (প্রসূতিদের জন্য ব্যবহৃত অ্যাম্বুল্যান্স) চালক ও তাঁর সহকারী আক্রান্ত হলেন দুষ্কৃতীদের হাতে। মারধর করে ভেঙে দেওয়া হল তাঁদের দু’টি মোবাইলও। কেড়ে নেওয়া হল টাকা।

Advertisement

শনিবার রাতে ঘটনাটি ঘটেছে টিকিয়াপাড়া মোড়ে। চামরাইলের বাসিন্দা এক রোগীকে বাড়ি পৌঁছে দিয়ে মাতৃযানটি যখন হাওড়া জেলা হাসপাতালের দিকে যাচ্ছিল, তখন একটি চাকা ফুটো হয়ে যায়। চালক ও তাঁর সহকারী যখন মাতৃযানটি রাস্তার ধারে দাঁড় করিয়ে চাকা সারাচ্ছিলেন, তখন মোটরবাইক চেপে দুই দুষ্কৃতী তাঁদের কাছে আসে। টাকা চেয়ে মারধর শুরু করে। আরও চার দুষ্কৃতী সেখানে জড়ো হয়ে চালক ও তাঁর সহকারীর উপরে হামলা চালায়
বলে অভিযোগ।

ঘটনার বিবরণ দিতে গিয়ে ওই মাতৃযানের সহকারী মামানুর রশিদ বলেন, ‘‘দুই যুবক বাইকে এসে বলল, তোরা গাঁজার ব্যবসা করিস। দরজা খোল সার্চ
করব। ড্রাইভার হাসপাতালে ফোন করতে যেতেই ওর ফোন কেড়ে েলে ভেঙে দেয়। তার পরে আরও ৩-৪ জন যুবক ঘটনাস্থলে এসে মারধর করতে থাকে। আরও একটি মোবাইল ঝোপে ফেলে দেয়। স্থানীয় লোক জড়ো হতেই ওরা বাইক নিয়ে পালায়।’’

Advertisement

অভিযোগ পেয়ে ওই মাতৃযানের চালক এবং তাঁর সহকারীকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে ব্যাঁটরা থানা। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, দুষ্কৃতীরা স্থানীয় যুবক। মাতৃযানের চালকের সঙ্গে তাদের কোনও শত্রুতা ছিল কি না, তা দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement