প্রতীকী চিত্র। শাটারস্টক।
হুগলির পোলবা এলাকায় ১৪ ডিসেম্বর এক নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তার জেরে তাকে সামাজিক পারিবারির লাঞ্ছনার মুখে পড়তে হয়। শেষে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। গত ৪০ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
পোলবার সুগন্ধা পুরনো পুকুর এলাকার ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পর দিন ১৫ ডিসেম্বর পোলবা থানায় চক গোটুর বাসিন্দা সুমন সাঁতরার বিরুদ্ধে লিখিত ধর্ষণের অভিযোগ দায়ের হয়। অভিযুক্তকে গ্রেফতারও করে পুলিশ।
অভিযোগ, এর পর স্থানীয় তৃণমূল নেতৃত্ব নাকি সালিশি সভা ঢেকে গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি নিয়ে পথে নামে বিজেপি। পুলিশের কাছে স্মারকলিপিও জমা দেয় তারা। এর পর থেকে নির্যাতিতাকে লাঞ্ছণার শিকার হতে হচ্ছিল। এমনকি লাঞ্ছনার অভিযোগ পরিবারের বিরুদ্ধেও ওঠে। পরিবারের দাবি, মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে ১৯ ডিসেম্বর বাড়িতে গায়ে কেরোসিন ঢেলে গায়ে আগুন দেয় নির্যাতিতা। অগ্নিদ্বগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ৪০ দিনের সেই লড়াই শেষ হয়ে যায়। মৃত্যু হয় ওই নাবালিকার।
বৃহস্পতিবার সন্ধায় বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল সুগন্ধায় গিয়ে মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন। অভিযোগ করেন তৃণমূল নেতা বরুণ সাঁতরার ছেলে অভিযুক্ত। তাঁকে গ্রেফতার করা হলেও আরও ২ অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। শুক্রবার পোলবা থানায় গোটা বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে তিনি কথা বলবেন বলেও জানিয়েছেন।