রায়দিঘিতে উদ্ধার করোটি। নিজস্ব চিত্র।
দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে কয়েক’শো বছরের পুরনো এক দিঘির কাছে মানুষের মাথার দুটো খুলি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার দুপুরের ঘটনা।
মানুষের মাথার খুলি উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে পৌঁছয় রায়দিঘি থানার পুলিশ।
দুপুরে প্রথমে বিষয়টি নজরে পড়ে কিছু স্থানীয় বাসিন্দার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বন দফতরের উদ্যোগে প্রাচীন দিঘি সংস্কারের কাজ চলছিল এলাকায়। দিঘি লাগোয়া একটি নালায় পাম্প বসিয়ে জল সরানো হচ্ছিল। নালার জল কিছুটা কমতেই প্রথমে একটি পরে আরও কিছুটা জল নামতেই দ্বিতীয় খুলিটি বেরিয়ে পড়ে।
মানুষের মাথার খুলির উদ্ধারের খবর চাউর হতেই এলাকার বাসিন্দারা ভিড় জমান ঘটনাস্থলে। নিমেষেই গোটা এলাকাতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় রায়দিঘি থানায়। পুলিশ এসে মাথার খুলি ২টি উদ্ধার করে নিয়ে যায়। খুলিগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। খুলি ২টি কোথা থেকে এল তা খতিয়ে দেখছে পুলিশ।