Crime

হাওড়ায় পুলিশকে গুলি চালনার ঘটনায় ধৃতদের আদালতে পেশ করল পুলিশ, পলাতক মূল অভিযুক্ত

লিলুয়া সি রোডের বাসিন্দা তৃণমূল নেতা সন্তোষ মুখিয়া রবিবার প্রয়াত হন। অভিযোগ, সোমবার তাঁকে সৎকার করতে গিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুন ২০২১ ২২:৫২
Share:

নিজস্ব চিত্র

লিলুয়ায় পুলিশকে গুলি চালানোর ঘটনায় অভিযুক্তদের মঙ্গলবার পেশ করা হল আদালতে। ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অন্যতম অভিযুক্ত আকাশ সিংহ এখনও পলাতক।

Advertisement

লিলুয়া সি রোডের বাসিন্দা তৃণমূল নেতা সন্তোষ মুখিয়া রবিবার প্রয়াত হন। অভিযোগ, সোমবার তাঁকে সৎকার করতে গিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে। উত্তর হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার বাঁধাঘাট শ্মশানে মত্ত অবস্থায় মারামারি শুরু হয়। অভিযোগ ওঠে, এই ঘটনায় উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীর ঘনিষ্ঠ কয়েক জনকে বেধড়ক মারধর করে সি রোড থেকে আসা টিএমসি কর্মী সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে বিধায়ক নিজে ঘটনাস্থলে আসেন। আসে গোলাবাড়ি থানার পুলিশ। রাহুল সিংহ নামে বিধায়ক ঘনিষ্ঠকে হাসপাতালে ভর্তি করা হয়। অপর পক্ষ পাল্টা অভিযোগ করে, বদলা নিতে সন্ধ্যায় বেশ কয়েক জন দুষ্কৃতী লিলুয়া সি রোডে গিয়ে হামলা চালায়। খবর পেয়ে পৌঁছয় লিলুয়া থানার পুলিশ। বেপরোয়া দুষ্কৃতীরা পুলিশের সামনেই বোমাবাজি করে ও গুলি চালায়। দুষ্কৃতীদের চালানো গুলি পায়ে লাগে সাব ইনস্পেক্টর সুমন ঘোষের। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনা নিয়েই শুরু হয়ে রাজনৈতিক চাপানউতর। উত্তর হাওড়ার বিজেপি নেতা উমেশ রাই বলেন, ‘‘তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা। যারা গুলি চালিয়েছে, তাদের মধ্যে আকাশ সিংহ নামে এক দুষ্কৃতীও রয়েছে।’’ আকাশ বিধায়কের ঘনিষ্ঠ বলে অভিযোগ করেন তিনি। পাল্টা বিধায়ক গৌতম চৌধুরী বলেন, ‘‘যারা শ্মশান ঘাট ও লিলুয়ায় ঝামেলা করেছে তারা সবাই দুষ্কৃতী। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।’’ আকাশ সিংহের সঙ্গে ঘনিষ্ঠতার কথাও উড়িয়ে দিয়েছেন তিনি। পুলিশ আইনত ব্যবস্থা নিয়ে দোষিদের গ্রেফতার করবে বলে জানান বিধায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement