Fraud

BJP: প্রতারণায় অভিযুক্ত তিন বিজেপি নেতা

টাকা নেওয়ার কথা মানতে চাননি ওই তিন অভিযুক্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শ্যামপুর শেষ আপডেট: ২৯ জুলাই ২০২১ ০৮:১৭
Share:

প্রতীকী চিত্র।

পুলিশের নাম করে এক ব্যবসায়ীর থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল তিন বিজেপি নেতার বিরুদ্ধে। হাওড়ার শ্যামপুরের এই ঘটনায় কৌশিক চক্রবর্তী, শান্তনু সাউ ও পুলক মল্লিক নামে ওই তিন নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন ব্যবসায়ী কবিতা গিরি। তবে টাকা নেওয়ার কথা মানতে চাননি ওই তিন অভিযুক্ত। হাওড়া গ্রামীণের এক পুলিশ কর্তা বলেন, ‘‘অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।’’

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ন’মাস আগে ইট ভাটার এক শরিকের সঙ্গে হিসেব নিয়ে ঝামেলা হয়েছিল ভাটার মালিক কবিতা গিরির। সমস্যা মেটানোর জন্য কবিতা যোগাযোগ করেছিলেন ওই তিন বিজেপি নেতার সঙ্গে। কবিতার কথায়, ‘‘সমস্যা মেটাতে ও পুলিশের সঙ্গে ‘বোঝাপড়া’ করার জন্য ১ লক্ষ ৭০ হাজার টাকা নিয়েছিলেন ওই তিন নেতা। তারপর বারবার এ বিষয়ে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম। কিন্তু কোনও ফল হয়নি।’’ প্রতারিত হয়েছেন বুঝে কবিতা ওই তিন নেতার থেকে টাকা ফেরত চান। কিন্তু সেটাও মেলেনি।

অভিযুক্তদের মধ্যে শ্যামপুর ৪ নম্বর মণ্ডলের সভাপতি কৌশিক চক্রবর্তী বলেন, ‘‘কয়েক মাস আগে দলের তরফে একটি রক্তদান শিবির করার জন্য ইট ভাটার মালিক কবিতা গিরির কাছে সাহায্য চাইতে গিয়েছিলাম। তিনি আমাদের ১০ হাজার টাকা স্বেচ্ছায় সাহায্য করেছিলেন। এখন তৃণমূলের সঙ্গে ষড়যন্ত্র করে আমাদের নামে বদনাম দেওয়া হচ্ছে।’’ অন্য দুই অভিযুক্ত শান্তনু সাউ ও পুলক মল্লিকের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি। এসএমএসেরও জবাব মেলেনি।

Advertisement

দলের নেতাদের বিরুদ্ধে এমন অভিযোগের বিষয়ে হাওড়া গ্রামীণের বিজেপি সভাপতি প্রত্যুষ মণ্ডল বলেন, ‘‘বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর বিজেপি নেতা কর্মীদের নানা ভাবে মিথ্যা মামলায় জড়াচ্ছে তৃণমূল। শ্যামপুরের ঘটনাও তার ব্যতিক্রম নয়।’’ শ্যামপুরের তৃণমূল বিধায়ক কালীপদ মণ্ডল বলেন, ‘‘ক্ষমতা গড়ার স্বপ্নে ভোটের আগে বিজেপি নেতারা এমন অনেকের থেকে নানা প্রলোভন দেখিয়ে টাকা তুলেছেন। কবিতাদেবীও সেই ভাবেই প্রতারিত হয়েছেন। পুলিশ এর তদন্ত করবে। এতে তৃণমূল এল কী করে?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement