rape

সত্তর বছরের বৃদ্ধাকে ধর্ষণ আশ্রমে ঢুকে, গ্রেফতার হওয়া অভিযুক্ত নির্যাতিতার ‘পরিচিত’!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে গ্রামের করুণাময়ী আশ্রমে সেবায়েতের কাজ করেন ওই বৃদ্ধা। তিনি সেখানেই থাকেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২২ ১৬:১৮
Share:

প্রতীকী ছবি।

আশ্রমের ভিতরে বছর সত্তরের এক বৃদ্ধাকে ধর্ষণ করার অভিযোগ উঠল হাওড়ায়। ধর্ষণের অভিযোগ উঠেছে ওই বৃদ্ধারই এক পরিচিতের বিরুদ্ধে। জগতবল্লভপুর থানার গোয়ালপোতা গ্রামের ওই ঘটনায় শুক্রবার সকালে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক জামিনঅযোগ্য ধারায় মামলা হয়েছে। শুক্রবারই তাঁকে আদালতে হাজির করানো হয়। অন্য দিকে, হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে ‘নির্যাতিতা’কে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে গ্রামের করুণাময়ী আশ্রমে সেবায়েতের কাজ করেন ওই বৃদ্ধা। তিনি সেখানেই থাকেন। অভিযোগ, বুধবার রাতে সুভাষ খাঁড়া নামে এক ব্যক্তি গভীর রাতে মত্ত অবস্থায় আশ্রমে ঢুকে ওই বৃদ্ধাকে ঘর থেকে টেনে-হিঁচড়ে বার করে ধর্ষণ করেন। বাধা দিতে গেলে তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর পরিবারের দাবি, অভিযুক্ত তাদের পরিচিত। পরিবারের অভিযোগের ভিত্তিতেই সুভাষকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার জেলা হাসপাতালে ওই বৃদ্ধার সঙ্গে দেখা করতে আসেন বিজেপি মহিলা মোর্চার সভাপতি তনুজা চক্রবর্তী। তিনি বলেন, ‘‘রাজ্যে পর পর মহিলা নির্যাতনের ঘটনা ঘটছে। কিছু অভিযুক্তরা দৃষ্টান্তমূলক শাস্তি পান না। জগতবল্লভপুরের ঘটনা ন্যক্কারজনক। আমরা মহিলা কমিশনে অভিযোগ জানাব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement