Viral Video

জঙ্গলে রহস্যময় গভীর কুয়ো! জলে ক্যামেরা ডোবাতেই দেখা মিলল অদ্ভুতদর্শন প্রাণীর

কুয়োর মুখ কাঠের পাটাতন দিয়ে ঢাকা। এর গভীরতাও খালি চোখে আন্দাজ করা কঠিন। বাইরে থেকে কুয়োর ভিতর টর্চের আলো ফেলেও বিশেষ লাভ হল না প্রৌঢ়ের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ০৮:০১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

গভীর জঙ্গলের মাঝে গাছপালার ডালে লুকিয়ে রয়েছে একটি কুয়ো। কুয়োর সামনে এমন এক যন্ত্র রয়েছে যা দেখলে বোঝা যায় যে, তার মাধ্যমেই এক কালে কুয়ো থেকে জল তোলা হত। বহু বহু বছর আগে গভীর সেই কুয়ো এখন যেন জঙ্গলে মিশে রয়েছে। কুয়োর মুখ কাঠের পাটাতন দিয়ে ঢাকা। জঙ্গলে ঘুরতে গিয়ে এমনই এক কুয়োর সন্ধান পেলেন এক প্রৌঢ়। কুয়োর ভিতর ক্যামেরা ডোবাতেই এক ভয়ানক দৃশ্য ধরা পড়ল লেন্সে। সমাজমাধ্যমে সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

২০২২ সালের মে মাসে ‘অ্যাকোয়াচিগার’ নামের অ্যাকাউন্ট থেকে ইউটিউবের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়। বর্তমানে আবার নতুন করে সেই ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, জঙ্গলের ভিতর এক পুরাতন কুয়ো খুঁজে পেয়েছেন এক প্রৌঢ়। কুয়োর মুখ কাঠের পাটাতন দিয়ে ঢাকা। এর গভীরতাও খালি চোখে আন্দাজ করা কঠিন। বাইরে থেকে কুয়োর ভিতর টর্চের আলো ফেলেও বিশেষ লাভ হল না প্রৌঢ়ের। তাই দড়ির সাহায্যে একটি ভিডিয়ো ক্যামেরা কুয়োর ভিতর নামাতে শুরু করলেন তিনি। ক্যামেরার লেন্সে যা ধরা পড়ল তা দেখে চমকে উঠলেন তিনি।

কুয়োর যত গভীরে যাওয়া যায়, দেখা যায় তার দেওয়াল পাথরের তৈরি। অবশেষে কুয়োর জলের ভিতর ডুবে যায় ক্যামেরাটি। জলের কিছুটা গভীরে ক্যামেরা ডুবিয়ে দেখা যায় যে, অদ্ভুতদর্শন এক প্রাণীর দেহ ভেসে রয়েছে। তবে সেটি কী ধরনের জন্তু তা নিশ্চিত বলতে পারেননি প্রৌঢ়। জঙ্গলের কোনও প্রাণী এই কুয়োর মধ্যে লাফিয়ে পড়েছে এবং তার ফলেই সেই প্রাণীর মৃত্যু হয়েছে বলে ধারণা প্রৌঢ়ের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement