ট্রেনের ধাক্কায় রেল আধিকারিকের মৃত্যু। —নিজস্ব চিত্র
ডাউন দুরন্ত এক্সপ্রেসের ধাক্কায় ডানকুনি স্টেশনে প্রাণ হারালেন এক রেল আধিকারিক। রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, ডানকুনি স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে কাজ করছিলেন মহীতোষ বিশ্বাস নামে এক রেল আধিকারিক। তিনি ডানকুনির সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। রবিবার সকালে ডানকুনি স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে বসে কাজ করছিলেন। সেই সময় ডাউন লাইনে দুরন্ত এক্সপ্রেস চলে আসে। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাঁর।
মহীতোষের বাড়ি লিলুয়ায়। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মহীতোষের ছেলে সৈকত বলেন, ‘‘বাবা ছুটি পাননি অনেকদিন। রবিবারেও কাজ করতে হত। অফিস থেকে প্রচণ্ড চাপ দেওয়া হত। তা নিয়ে মানসিক চাপ তৈরি হচ্ছিল বাবার মধ্যে। রেল লাইনে নেমে কাজের তদারকি করতে হত।’’ তবে মহীতোষ আত্মহত্যা করেননি বলেই মনে করছেন তাঁ আত্মীয়-পরিজন। মহীতোষের মৃত্যুর পর ডানকুনি স্টেশনে কিছুক্ষণ বিক্ষোভ দেখান রেলকর্মীরা।