Tree Plantation

Afforestation: পুকুর বাঁচাতে গানের সুরে বৃক্ষরোপণ

চন্দননগরের স্ট্যান্ড ঘাটে এ বার প্রচুর নতুন গাছ পোঁতা হয়েছে। তাই গাছ পোঁতায় আগ্রহীরা খুঁজছিলেন নতুন ঠিকানা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চন্দননগর শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২১ ০৮:৫৭
Share:

নাট্যশিল্পী সৌম্যদেব বসু।

মাটির নীচের জলস্তরকে সঠিক মাত্রায় ধরে রাখতে প্রকৃতিবিদরা বারবারই সর্তক করছেন মানুষকে। পুকুর না বোজানোর পরামর্শ তাঁরা দিচ্ছেন নিত্যদিন। কিন্তু সেই পরামর্শে ভ্রূক্ষেপ নেই মানুষের। অহরহ পুকুর বোজানোর অভিযোগ উঠছে হুগলিতে। এই পরিস্থিতিতে এলাকার একটি পুকুরকে বাঁচাতে এগিয়ে এলেন চন্দননগরের গোন্দলপাড়ার বাসিন্দা নাট্যশিল্পী সৌম্যদেব বসু। পড়শিদের পাশাপাশি পাশে পেলেন চন্দননগরের বঙ্গ বিদ্যালয়ের প্রাক্তনীদেরও।
গানের সুরে সুরে হল হল বৃক্ষরোপণ। রবিবার শিক্ষক দিবসের সকালে পুকুরের পাড়ে পোঁতা হল পলাশ, চাঁপা, শিশু-সহ নানা গাছ।

Advertisement

সৌম্যদেববাবুর কথায়, ‘‘এখন পুকুর বোজানো প্রায় রোগে পরিণত হয়েছে। তার জেরে এলাকার নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ছে। আমি নিজেই বাড়ির সামনের পুকুরের পাড় ভাঙা রুখতে পাতকুয়ার বেড় দিয়ে বাঁধাই। বৃক্ষরোপণে উৎসাহী বহু মানুষ আছেন। কিন্তু গাছ লাগানোর জায়গাই মেলে না। পুকুর পাড়ে গাছ লাগানোর আমন্ত্রণ জানাতেই এগিয়ে আসেন বঙ্গ বিদ্যালয়ের প্রাক্তনীরা।’’

চন্দননগরের স্ট্যান্ড ঘাটে এ বার প্রচুর নতুন গাছ পোঁতা হয়েছে। তাই গাছ পোঁতায় আগ্রহীরা খুঁজছিলেন নতুন ঠিকানা। বঙ্গ বিদ্যালয়ের এক প্রাক্তনী বলেন, ‘‘গাছ শুধু পুঁতলেই তো হল না। গাছ বাঁচানোও জরুরি। তাই আমরা এবার বোসপাড়ার বাঁধানো পুকুর পাড়টাকেই বেছে নিলাম।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement