ধৃত রজত গুপ্ত ( চিহ্নিত )। নিজস্ব চিত্র।
হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল প্রায় ৯২ লক্ষ টাকার সোনা-রুপোর গয়না। মঙ্গলবার হাওড়ার ১১ নম্বর গেটের কাছে এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় ঘুরতে দেখে রেল পুলিশ। ওই ব্যক্তির কাছে দু’টি ব্যাগ ছিল। একটি ব্যাগ ছিল পিঠে ও একটি নীল ব্যাগ ছিল হাতে। ব্যক্তির গতিবিধি নিয়ে পুলিশের সন্দেহ হওয়ায় তাঁরা প্রথমে ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটক করে দু’টি ব্যাগই তল্লাশির জন্য খুলতে বলে পুলিশ। ব্যাগ তল্লাশির কথা শুনেই পালাতে যান ওই ব্যক্তি। হাতেনাতে ধরে ফেলে পুলিশ। তার পর ব্যাগেজ স্ক্যানার মেশিনে ওই দু’টি ব্যাগ দিয়ে দেখা যায় ভিতরে ধাতব কোনও বস্তু রয়েছে। এর পর জিএসটি আধিকারিকদের সামনে সেই ব্যাগ খোলা হলে উদ্ধার হয় প্রায় ২ কেজি সোনা ও ৩ কেজির বেশি রুপো।
পুলিশ জানিয়েছে ধৃতের নাম রজত গুপ্ত। বালির লিলুয়ার বাসিন্দা তিনি। কোনও রকম নথিপত্র ছাড়াই তিনি এই বিপুল পরিমাণ সোনা ও রুপোর অলঙ্কার নিয়ে যাত্রা করেছিলেন। বড় বাজারের কোনও এক সোনার দোকানের মালিকের থেকে তিনি এগুলি পেয়েছিলেন বলে খবর। এই বহুমূল্য অলঙ্কার নিয়ে ফলকনামা এক্সপ্রেসে ওড়িশার ভদ্রকে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু মাঝ পথেই পুলিশ তাঁকে ধরে ফেলে।