হাওড়ার কারখানায় আগুন। — নিজস্ব চিত্র।
মোম তৈরির কারখানায় আগুন লেগে আতঙ্ক ছড়াল হাওড়া চামরাইলে। শনিবার সকালে আগুন লাগে চামরাইলের ওই কারখানাটিতে। পাশেই ছিল রাজ্যে বিদ্যুৎ পর্ষদের পাওয়ার হাউস। তৈরি হয় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা। যদিও দমকল কর্মীরা ঘণ্টা দু’য়েকের চেষ্টায় আগুন আয়ত্তে আনেন। তবে অগ্নিকাণ্ডের জেরে কারখানাটির একাংশ ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।
দমকল সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ৯টা নাগাদ কারখানায় আগুন দেখতে পান কর্মচারীরা। তাঁরা খবর দেন দমকলে। আগুন ছড়িয়ে পড়তে দেখে তাঁরা কারখানার বাইরে বেরিয়ে যান। মুহূর্তেই আকাশ ছেয়ে যায় কালো ধোঁয়ায়। অতিদাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে। খবর পাওয়ার কিছু ক্ষণের মধ্যেই ১৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ওই কারখানাটিতে একে একে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। কারখানাটির পাশেই রয়েছে রাজ্য বিদ্যুৎ পর্ষদের পাওয়ার হাউস। ফলে বিপদের আশঙ্কা দেখা দেয়। তবে দমকলকর্মীরা ঘণ্টা দু’য়েকের চেষ্টায় আগুন আয়ত্তে আনেন।
কী কারণে ওই কারখানায় আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। কারখানাটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা উপযুক্ত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দমকল সূত্রে জানা গিয়েছে, মাস ছ’য়েক আগে ওই কারখানাটিতে আগুন লেগেছিল।