TMC

Blast: বোমা ফেটে কিশোর জখম রিষড়ায়, শুনে তৃণমূল নেতা বললেন, ‘অল্প লেগেছে, ঠিক হয়ে যাবে’

রিষড়ায় কাগজ কুড়োচ্ছিল দুই কিশোর। একটি নর্দমা থেকে তারা বোমাটি তোলে। এর পরই বিস্ফোরণ ঘটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২২ ১৫:৫৬
Share:

ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। নিজস্ব চিত্র

বোমা ফেটে জখম হল এক কিশোর। হুগলির রিষড়ার ঘটনা। বৃহস্পতিবার কাগজ কুড়োতে গিয়ে বল ভেবে নর্দমা থেকে বোমা তুলে লিয়েছিল দুই কিশোর। এর পর আচমকা বোমাটি হাতে ফেটে যায় এক কিশোরের। তাকে শ্রীরামপুরের ওয়ালশ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রিষড়ার পিসি দাঁ বাজার এলাকায় নর্দমা থেকে কাগজ কুড়োচ্ছিল দুই কিশোর। ওই এলাকায় রিষড়ার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইয়াসমিন বানুর বাড়ি রয়েছে। সেই বাড়ি তিনি ভাড়া দেন। ওই বাড়ির শৌচাগারের পিছনে একটি নর্দমায় ওই বোমাটি ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বোমাটি এক কিশোর হাতে তুলে নিতেই বিস্ফোরণ ঘটে। তার জেরে আহত হয় সে। তাকে নিয়ে যাওয়া হয় শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রিষড়া পুরসভার সহ-সভাপতি জাহিদ খান এ প্রসঙ্গে বলেন, ‘‘ওই ছেলে দু’টি আস্তাকুঁড় থেকে কাগজ কুড়োয়। তারা ওই বোমাটা অন্য কোনও জায়গা থেকে বোমাটা এনেছিল। ওরা হয়তো বল ভেবে খেলছিল। সেই সময়েই বিস্ফোরণ ঘটেছে। অল্প লেগেছে। আশা করি ভাল হয়ে যাবে। আমাদের এই এলাকা শান্তিপূর্ণ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement