দুর্ঘটনায় চুরমার ব্লাড ব্যাঙ্কের গাড়ি।
রক্তদান শিবির থেকে হাসপাতালে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে প়ডল ব্লাড ব্যাঙ্কের গাড়ি। দুর্ঘটনার জেরে নিহত এক জন, আহত দু’জন। এই দুর্ঘটনা ঘটেছে হুগলির পোলবার জোড়া অশ্বত্থতলা এলাকায়। ব্লাড ব্যাঙ্কের গাড়িটি থেকে কিছু রক্ত রাস্তাতেও ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে পোলবার জোড়া অশ্বত্থতলা এলাকায় লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় চুঁচুড়া সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের একটি গাড়ির। ব্লাড ব্যাঙ্কের ওই গাড়িটিতে তিন জন কর্মী ছিলেন। লরির ধাক্কায় তাঁদের গাড়িটি চুরমার হয়ে যায়। ফলে তাঁরা গাড়ির মধ্যে আটকে পড়েন। স্থানীয়রা গাড়ি ভেঙে তাঁদের উদ্ধার করে। আহতদের চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অশোক ঘোষাল নামে এক কর্মীর মৃত্যু হয়। আহত অভিষেক হরিজন এবং প্রকাশ মণ্ডল নামে ব্লাড ব্যাঙ্কের আরও দুই কর্মী।
স্থানীয় সূত্রে খবর, চুঁচুড়া সদর হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের ওই গাড়িটি ধনিয়াখালিতে রক্তদান শিবির থেকে রক্ত নিয়ে ফিরছিল। চুঁচুড়া-তারকেশ্বর রোডের উপরে একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। লরিটিকে আটক করেছে পুলিশ। তবে তার চালক পলাতক।