আয়ুশ দুবে। —ফাইল চিত্র।
স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাবার সঙ্গে দেখা হয়েছিল। তার পর বিকেল থেকে সন্ধ্যা গড়িয়ে যায়, কিন্তু বাড়িতে আর ফেরেনি ১৩ বয়সের কিশোর। এর পর ছ’ দিন পেরিয়ে গিয়েছে। শনিবার রাত পর্যন্ত খবর মেলেনি নিখোঁজ ওই কিশোরের। পরিবারের লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, নিখোঁজ কিশোরের নাম আয়ুশ দুবে। হাওড়ার শিবপুর থানার অন্তর্গত শালিমারের রাম কুমার গাঙ্গুলি লেনের বাসিন্দা। স্থানীয় একটি ইংরেজি মাধ্যম স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
নিখোঁজ কিশোরের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৩০ সেপ্টেম্বর আয়ুশ শেষ বারের মতো স্কুলে গিয়েছিল। স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাড়ির কাছেই বাবা চিত্তরঞ্জন দুবের সঙ্গে দেখা হয়। তার পর সে আর বাড়ি ফেরেনি বলে জানিয়েছে আয়ুশের পরিবার। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফিরে আসায় পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েন। আশেপাশে খোঁজাখুঁজি করলেও সন্ধান পাওয়া যায়নি ওই কিশোরের। ছেলের খোঁজ না পাওয়ায় কিশোরের পরিবার শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ইতিমধ্যেই, তদন্ত শুরু করেছে পুলিশ।
আয়ুসের বাবা চিত্তরঞ্জন জানান, তদন্তে নেমে শিবপুর থানার পুলিশ রাস্তায় বসানো সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেছে। ফুটেজে দেখা গিয়েছে আয়ুশ স্কুলের পর বাড়িতে না এসে সোজা শালিমার স্টেশনে চলে যায়। সেখান থেকে ট্রেনে করে সাঁতরাগাছি স্টেশন। সেখানে তাকে এক যুবকের সঙ্গে কথা বলতে দেখা যায়।এর পর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি। যদিও ওই সিসি ক্যামেরার ফুটেজের সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি।