নয়ানজুলিতে পড়েছে বাস। —নিজস্ব চিত্র।
ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল যাত্রিবাহী বাস। তার জেরে আহত হলেন জনা ২০ যাত্রী। তাঁদের মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার এই ঘটনা ঘটেছে হুগলির আরামবাগে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা নামার কিছুটা আগে এই দুর্ঘটনা ঘটে আরামবাগের হরিণখোলা টোল ট্যাক্স সংলগ্ন এলাকায়। তারকেশ্বর থেকে পশ্চিম মেদিনীপুরের মাংরুল যাচ্ছিল বাসটি। আরামবাগের হরিণখোলা এলাকায় প্রচণ্ড গতিতে যাওয়ার সময় অন্য একটি বাসকে পাশ কাটাতে গিয়ে রাস্তার ধারে নয়ানজুলিতে পড়ে যায় বাসটি।
দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পৌঁছয় আরামবাগ থানার পুলিশও। আহত যাত্রীদের উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অপেক্ষাকৃত কম আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে সাত জনের অবস্থা আশঙ্কাকজনক।