Rabindranath Tagore

Howrah: শরৎ সদনে ‘শতকণ্ঠে রবীন্দ্রনাথ’, অনুষ্ঠানের আয়োজক বিশ্বতান

রবীন্দ্রনাথের দশটি গান পরিবেশন করলেন বিশ্বতানের সদস্যেরা। শুধু বড়রাই নয়, তাঁদের সঙ্গে সুর মিলিয়ে গলা মেলাল খুদেরাও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০২২ ০৩:৪৪
Share:

নিজস্ব চিত্র।

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে একই সঙ্গে গান গাইলেন একশো জন! হাওড়ার শরৎ সদনে সোমবার অনুষ্ঠিত হল এমনই এক অনুষ্ঠান। রবীন্দ্রনাথের দশটি গান পরিবেশন করলেন বিশ্বতানের সদস্যেরা। শুধু বড়রাই নয়, তাঁদের সঙ্গে সুর মিলিয়ে গলা মেলাল খুদেরাও। সঙ্গীত পরিবেশন ছাড়াও রবীন্দ্রনাথের গানে নৃত্য পরিবেশন করেন সদস্যেরা। এই প্রসঙ্গে বিশ্বতানের কর্ণধার সংযুক্তা দে বলেন, ‘‘বিগত কয়েক বছর ধরে করোনার আবহে মানুষ কার্যত অস্থির হয়ে পড়েছিল। এর পর অতিমারির পরিস্থিতি কাটিয়ে জনজীবন অনেকটাই স্বাভাবিক লয়ে ফিরছে। বহু দিন পর সকলে মিলে একত্রিত হওয়ার ভাবনা মাথায় আসে। কবি লিখেছেন ‘অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো’, তাই রবীন্দ্র জয়ন্তীকেই আমরা সেই দিন হিসাবে বেছে নিলাম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement