—নিজস্ব চিত্র।
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বাম ছাত্র-যুবদের প্রতিবাদে প্রায় ২০ মিনিট ধরে অবরুদ্ধ হয়ে রইল হাওড়া ব্রিজ। যার জেরে শনিবারের ব্যস্ত সময়ে ব্যাহত হল যান চলাচল। পরে পুলিশের হস্তক্ষেপে উঠল অবরোধ।
শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ হাওড়া ময়দান থেকে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই ও যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের মিছিল শুরু হয়। বঙ্কিম সেতু হয়ে সেই মিছিল পৌঁছয় হাওড়া ব্রিজে। এর পর হাওড়া ব্রিজ প্রায় ২০ মিনিট অবরোধ করে বিক্ষোভ দেখান বাম কর্মী-সমর্থকেরা। যার জেরে তীব্র যানজট তৈরি হয়। বিকেল ৫টা থেকে ৫টা ২০ পর্যন্ত অবরোধে নাকাল হতে সাধারণ যাত্রীদের। পরে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অবরোধ তুলে স্বাভাবিক করে যান চলাচল।
(এই খবরটি সবে প্রকাশ করা হয়েছে। বিস্তারিত কিছু ক্ষণের মধ্যে আসছে। পাতাটি কিছু ক্ষণ পর পর ‘রিফ্রেশ’ করলে আপনি সর্বশেষ খবর দেখতে পাবেন। দ্রুত খবর পৌঁছে দেওয়ার সময়েও আমাদের তথ্যের সত্যাসত্য সম্পর্কে সচেতন থাকতে হয়। সে জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর সেটি সম্পর্কে নিশ্চিত না-হয়ে আমরা তা প্রকাশ করি না। ‘ফেক নিউজ়’ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এই পদ্ধতি আরও জরুরি)