হায়দরাবাদ হাউসের আদলে রাজ্য সরকার হেস্টিংসে ‘সৌজন্য’ নামে একটি বাড়ি তৈরি করছে। মূলত বিদেশি অতিথিদের সঙ্গে আলাপ-আলোচনা, বৈঠকের জন্যই এই পরিকল্পনা। এর পাশেই থাকবে অতিথিশালা। বিদেশি অতিথিরা ইচ্ছে করলে সেখানে থাকতে পারবেন। মুখ্যমন্ত্রীর সচিবালয় সূত্রের খবর, এ ছাড়াও রাজ্যের যে-সব মন্ত্রীর কলকাতায় নিজস্ব বাড়ি নেই, তাঁদের জন্য হেস্টিংসেই একটি বহুতল আবাসন গড়ে তোলা হবে। মুখ্যমন্ত্রীর ইচ্ছেতেই এই দু’টি বাড়ি তৈরির পরিকল্পনা বলে প্রশাসনের কর্তারা জানাচ্ছেন।