Covid

ডেথ সার্টিফিকেট নিয়ে নয়া সিদ্ধান্ত রাজ্যের

সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে দেখা যাচ্ছে অনেক কোভিড আক্রান্ত রোগীকেই আইসিইউ বা সিসিইউ পরিকাঠামোতে চিকিৎসা দেওয়ার প্রয়োজন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ০৪:১৩
Share:

প্রতীকী ছবি।

হাসপাতাল স্থানান্তরের সময়ে রাস্তায় কোনও কোভিড রোগীর মৃত্যু হলে তার ‘ডেথ সার্টিফিকেট’ দিতে হবে রেফার করা হাসপাতালকেই। সম্প্রতি এমনই নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর।

Advertisement

সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে দেখা যাচ্ছে অনেক কোভিড আক্রান্ত রোগীকেই আইসিইউ বা সিসিইউ পরিকাঠামোতে চিকিৎসা দেওয়ার প্রয়োজন। কিন্তু অনেক সময়ই আর্থিক সমস্যার জন্য সেই রোগীর পরিবার বেসরকারি হাসপাতাল থেকে সরকারি কোভিড হাসপাতালে স্থানান্তর করতে চান। কিছু ঘটনা পর্যবেক্ষণ করে স্বাস্থ্য দফতরের কর্তারা দেখেছেন, এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে স্থানান্তরের সময় রাস্তায় অ্যাম্বুল্যান্সের মধ্যেই মৃত্যু হচ্ছে কোনও কোনও রোগীর। তখন কোন হাসপাতাল তাঁর ডেথ সার্টিফিকেট দেবে তা নিয়েই জটিলতা তৈরি হয়।

এমন পরিস্থিতিতে রোগীর পরিবারকে যাতে কোনও ভাবে হয়রানির শিকার না-হতে হয়, তার জন্য স্বাস্থ্য দফতর সিদ্ধান্ত নিয়েছে, যে হাসপাতাল থেকে করোনা আক্রান্ত রোগীকে অন্যত্র পাঠানো হচ্ছে, রাস্তায় মৃত্যু ঘটলে ডেথ সার্টিফিকেট দিতে হবে ওই হাসপাতালকেই। তার জন্য কোনও প্রকার চার্জ নিতে পারবে না ওই হাসপাতাল। বরং ওই রোগীর কী কী সমস্যা ছিল, সম্ভাব্য কী কারণে মৃত্যু ঘটতে পারে সব উল্লেখ করেই ডেথ সার্টিফিকেট দিতে হবে। স্বাস্থ্য আধিকারিকেরা জানান, শুধু সঙ্কটজনকই নয়, যে কোনও করোনা রোগীর ক্ষেত্রেই এই নির্দেশিকা কার্যকর হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement