High Court

আদালতে স্বস্তি রাজ্যের, প্রাথমিকে শিক্ষক নিয়োগ চলবে, সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ

বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গল বেঞ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল। বলা হয়েছিল, মেধাতালিকায় অস্বচ্ছতা রয়েছে।

Advertisement

নিজস্ব সংবদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ মার্চ ২০২১ ১৫:০০
Share:

ফাইল ছবি

ভোটের মুখে স্বস্তিতে রাজ্য সরকার। প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ে বৃহস্পতিবার স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। অর্থাৎ, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপাতত কোনও বাধা রইল না। আদালত জানিয়েছে, আপাতত নিয়োগ প্রক্রিয়া চলতে পারে।

Advertisement

বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গল বেঞ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের বিষয়ে প্রথমে নিষেধাজ্ঞা দিয়েছিল। বলা হয়েছিল, প্রার্থীদের মেধাতালিকায় অস্বচ্ছতা রয়েছে। সেই কারণে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করা হোক। তার পরেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য সরকার। সেই আবেদনের ভিত্তিতেই বৃহস্পতিবার নতুন নির্দেশ দিয়েছে আদালত।

বিচারপতি সৌমেন মিত্রের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আপাতত নিয়োগ প্রক্রিয়া চলতে পারে। স্টেট বোর্ড অফিস, কাউন্সিল অফিস ও ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর অফিসে চাকরিপ্রার্থীদের তালিকা টাঙানোর কথা বলা হয়েছে। এই নির্দেশ দেওয়া হয়েছে প্রার্থীদের কথা ভেবেই। যাতে তাঁরা নিজেদের নাম ও পরীক্ষার প্রাপ্ত নম্বরের সবিস্তার তথ্য সেখানে দেখতে পান।

Advertisement

কয়েক দিন আগেই প্রাথমিক শিক্ষকপদে নিয়োগের প্রক্রিয়া শুরু করে সংসদ। ১৬ হাজার ৫০০ পদে শিক্ষক নিয়োগের কথা ছিল। কিন্তু নিয়োগ প্রক্রিয়ার জন্য তৈরি মেধাতালিকায় অস্বচ্ছতা রয়েছে বলে আদালতের কাছে আবেদন করেন চাকরিপ্রার্থীদের একাংশ। তার প্রেক্ষিতেই আদালতে বিষয়টির শুনানি হয়। পরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার নির্দেশ দেয় আদালত। বলা হয়, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া চালানো যাবে না। বৃহস্পতিবার সেই রায়েই স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement