High Court

High court: ঘরছাড়াদের ফেরাতে নির্দেশ পুলিশকে

নির্বাচনোত্তর অশান্তির মামলা দায়ের হওয়ার পরে বছর ঘুরতে চলল। হাই কোর্টের নির্দেশে সেই সব হিংসাত্মক ঘটনার তদন্ত করছে সিবিআই। কিন্তু ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত অন্তত ৩০০ জন এখনও ঘরে ফিরতে পারেননি বলে সোমবার হাই কোর্টে জানান মামলাকারীদের আইনজীবী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ মার্চ ২০২২ ০৬:৪২
Share:

ফাইল চিত্র।

রাজ্যে বিধানসভার ভোট-পরবর্তী হিংসার দরুন এখনও যাঁরা ঘরছাড়া অবস্থায় দিন কাটাতে বাধ্য হচ্ছেন, তাঁরা যাতে ঘরে ফিরে স্বাভাবিক জীবন যাপন করতে পারেন, তার জন্য রাজ্য পুলিশকে নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।

Advertisement

নির্বাচনোত্তর অশান্তির মামলা দায়ের হওয়ার পরে বছর ঘুরতে চলল। হাই কোর্টের নির্দেশে সেই সব হিংসাত্মক ঘটনার তদন্ত করছে সিবিআই। কিন্তু ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত অন্তত ৩০০ জন এখনও ঘরে ফিরতে পারেননি বলে সোমবার হাই কোর্টে জানান মামলাকারীদের আইনজীবী। তিনি ঘরছাড়াদের একটি তালিকাও পেশ করেন আদালতে। তার ভিত্তিতে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ ওই ঘরছাড়াদের পুলিশি নিরাপত্তায় ঘরে ফেরানোর পাশাপাশি তাঁদের দৈনন্দিন সুরক্ষার বন্দোবস্ত করারও নির্দেশ দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৯ এপ্রিল।

বিধানসভা ভোটের ফল ঘোষণার পরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী দলের কর্মী-সমর্থকদের উপরে ব্যাপক হামলার অভিযোগ উঠেছিল। সেই হিংসায় বিশেষত খুন ও ধর্ষণের ঘটনার তদন্ত করার জন্য সিবিআই-কে নির্দেশ দিয়েছিল হাই কোর্টের পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ। সোমবার সিবিআই সেই তদন্তের চতুর্থ দফার রিপোর্ট দিয়েছে। উচ্চ আদালতের খবর, ২৮টি মামলার তদন্ত এখনও চলছে বলে জানিয়েছে সিবিআই।

Advertisement

মামলাকারীদের কৌঁসুলি প্রিয়ঙ্কা টিবরেওয়াল এ দিন ৩০৩ জনের নাম সংবলিত একটি হলফনামা জমা দেন। তাতে তিনি জানান, ওই ৩০৩ জনের মধ্যে অনেকের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, জোর করে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে বেশ কয়েক জনকে। এই অভিযোগের বিরোধিতা করে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল (এজি) জানান, এ-সবই ভিত্তিহীন অভিযোগ। আক্রান্তের হিসেবও পরিবর্তন করছেন মামলাকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement